ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:৩৯:৫৪ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২৪ | ৪:৩৫ পিএম

অনলাইন সংস্করণ

দেশে খাদ্য সরবরাহ বাড়াতে ৫০ হাজার টন নন-বাসমতি চাল আমদানি করবে সরকার

২১ নভেম্বর, ২০২৪ | ৪:৩৫ পিএম

দেশে খাদ্য সরবরাহ বাড়াতে ৫০ হাজার টন নন-বাসমতি চাল আমদানি করবে সরকার

ছবি: সংগ্রহীত

দেশের খাদ্য সরবরাহ বাড়ানোর জন্য ৫০ হাজার মেট্রিক টন (+৫%) নন-বাসমতি সেদ্ধ চাল আমদানি করবে সরকার। উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারতীয় প্রতিষ্ঠান মেসার্স এসএইএল এগ্রি কমোডিটিজ লিমিটেড এই চাল সরবরাহ করবে। এ চাল আমদানিতে মোট ব্যয় হবে ২৮২ কোটি ৯৬ লাখ টাকা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

চাল আমদানির ব্যয় বিশ্লেষণ:

দরপত্রের সব প্রক্রিয়া সম্পন্ন করে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি (টিইসি) সর্বনিম্ন দরদাতা হিসেবে মেসার্স এসএইএল এগ্রি কমোডিটিজ লিমিটেডকে নির্বাচন করে। প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৭১ দশমিক ৬০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রতি কেজি প্রায় ৫৬ টাকা ৫৯ পয়সা।

বৈঠকের অন্যান্য সিদ্ধান্ত:

সরকারি ক্রয় কমিটির বৈঠকে শরীয়তপুর (মনোহরবাজার)-ইব্রাহিমপুর ফেরিঘাট পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পের ক্রয় প্রস্তাব পুনঃপ্রক্রিয়াকরণেরও অনুমোদন দেওয়া হয়।

এই প্রকল্পে এক ধাপ দুই খাম পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৪টি দরপত্র জমা পড়ে। এর মধ্যে ৩টি নন-রেসপনসিভ হওয়ায় শুধুমাত্র একটি প্রস্তাব রেসপনসিভ হিসেবে বিবেচিত হয়। প্রতিযোগিতার অভাব থাকায় ক্রয় কমিটি এটি বাতিল করে এবং দরপত্র পুনঃপ্রক্রিয়াকরণের জন্য অনুমোদন দেয়।

দেশে খাদ্য সরবরাহ বাড়াতে ৫০ হাজার টন নন-বাসমতি চাল আমদানি করবে সরকার