ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৫ ডিসেম্বর, ২০২৪ | ৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
নিউজিল্যান্ডে হচ্ছে বাংলাদেশের নতুন হাইকমিশন
৫ ডিসেম্বর, ২০২৪ | ৫:৫৫ পিএম
![নিউজিল্যান্ডে হচ্ছে বাংলাদেশের নতুন হাইকমিশন](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/05/20241205165254_original_webp.webp)
ছবি: সংগ্রহ
নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে বাংলাদেশের একটি পূর্ণাঙ্গ হাইকমিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে সরকার। আজ প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে নিউজিল্যান্ডে প্রায় ১০ হাজার বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন এবং প্রায় এক হাজার বাংলাদেশি শিক্ষার্থী দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। ভৌগোলিকভাবে নিউজিল্যান্ড বিচ্ছিন্ন একটি দ্বীপরাষ্ট্র হওয়ায় অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডে কনস্যুলার সেবা নিশ্চিত করা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। নতুন হাইকমিশন স্থাপিত হলে প্রবাসীদের জন্য সরাসরি ও সাশ্রয়ী সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
নিউজিল্যান্ডে বর্তমানে ভারত, পাকিস্তানসহ ৭২টি দেশের কূটনৈতিক মিশন রয়েছে। বাংলাদেশের নিজস্ব হাইকমিশন স্থাপন দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। বাণিজ্যিক, কৌশলগত, এবং প্রবাসী কল্যাণসহ বহুমুখী স্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্তকে সময়োপযোগী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
নিউজিল্যান্ড দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম সমৃদ্ধ রাষ্ট্র। দেশটি মানব উন্নয়ন সূচকে ১৬তম এবং বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা সূচকে ৩২তম অবস্থানে রয়েছে। জনগণের উচ্চ ক্রয়ক্ষমতা থাকায় এটি বাংলাদেশি পণ্যের জন্য একটি সম্ভাবনাময় বাজার হতে পারে। হাইকমিশন স্থাপনের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর সুযোগ তৈরি হবে।
নিউজিল্যান্ডে হাইকমিশন স্থাপনের প্রাথমিক ব্যয় ২০২৫-২৬ অর্থবছরে নির্বাহ করা হবে। সরকারের এই সিদ্ধান্ত প্রবাসী কল্যাণ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে আরও সুদৃঢ় করবে।
![নিউজিল্যান্ডে হচ্ছে বাংলাদেশের নতুন হাইকমিশন](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)