ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৩০ এপ্রিল, ২০২৪ | ৯:৫৪ এএম
অনলাইন সংস্করণ
নিয়ন্ত্রক সংস্থার নানা উদ্যোগেও ঘুরে দাঁড়াতে পারছে না শেয়ার বাজার
৩০ এপ্রিল, ২০২৪ | ৯:৫৪ এএম
![নিয়ন্ত্রক সংস্থার নানা উদ্যোগেও ঘুরে দাঁড়াতে পারছে না শেয়ার বাজার](https://i.vatbondhu.com/images/original-webp/2024/04/30/20240430095006_original_webp.webp)
ঘুরে দাঁড়াতে পারছে না দেশের শেয়ার বাজার। এক দিন সূচক বাড়লেই পরদিনই আবার কমছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কোনো উদ্যোগই যেন সূচকের পতন ঠেকাতে পারছে না। গতকাল সোমবারও মূল্যসূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। দরপতন রোধে গত বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা শেয়ারের দর কমার সীমা বেঁধে দিলে তা প্রভাব ফেলেনি। পরদিন বৃহস্পতিবার বড় দরপতন হয়। এরপর গত রবিবার বিএসইসির চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের পুনর্নিয়োগের সংবাদে বাজার ঘুরে দাঁড়ালেও গতকালই আবার বড় পতন হয়েছে। সব মিলিয়ে ঈদের পর গত ১০ কার্যদিবসের মধ্যে ৯ কার্যদিবসেই সূচক কমেছে।
বাজারসংশ্লিষ্টরা বলেছেন, দেশের শেয়ার বাজারের বড় সমস্যা আস্থার সংকট। এছাড়া ব্যাংকে সুদের হার বাড়ায় অনেক বিনিয়োগকারী শেয়ার বাজার ছেড়ে ব্যাংকে টাকা রাখছেন। শেয়ার বাজারে ভালো কোম্পানির অভাব রয়েছে উল্লেখ করে সংশ্লিষ্টরা বলেছেন, গত এক দশকে দেশের শেয়ার বাজারে যে কোম্পানিগুলো তালিকাভুক্ত হয়েছে, তার অধিকাংশই পরে লোকসানী কোম্পানিতে পরিণত হয়েছে। এর মধ্যে অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে। এসব কোম্পানিতে বিনিয়োগকারীরা বিনিয়োগ করে নিঃস্ব হয়ে গেছেন। সংশ্লিষ্টরা শেয়ার বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নানা অনিয়ম রোধে নিয়ন্ত্রক সংস্থাকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন।
আবারও সূচকের বড় পতন
গতকাল বাজারে লেনদেনের চিত্র পর্যালোচনায় দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনকৃত মোট ৩৯৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ২৭৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর।
এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট কমে ৫ হাজার ৫৬৯ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট কমে ১২২১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে ১৯৯৩.৯৯ পয়েন্টে অবস্থান করছে। এদিন এই বাজারে লেনদেন হয়েছে ৬৬৩ কোটি ৪৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬১৩ কোটি ৯৫ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৪৯ কোটি ৪৮ লাখ টাকা।
দেশের প্রধান এই শেয়ারবাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো:
এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওরিয়ন ইনফিউশন, লাভেলো আইসক্রিম, মালেক স্পিনিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, স্যালভো কেমিক্যাল, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, কহিনূর কেমিক্যালস, আইটি কনসালটেন্ট ও বিচ হ্যাচারি।
অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেনকৃত মোট ২২১টি কোম্পানির মধ্যে ৭৪টির দাম বেড়েছে, কমেছে ১২৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টির দর। এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৬১ পয়েন্ট। এদিন এই বাজারে ৫৯ কোটি ৫৫ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয় ১৫ কোটি ১৮ লাখ টাকা।
মিউচুয়াল ফান্ড খাত শক্তিশালী করতে হবে
বাজারকে দীর্ঘ মেয়াদে ভালো করতে ভালো শেয়ারের সরবরাহ বাড়াতে নিয়ন্ত্রক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম। ইত্তেফাককে তিনি বলেন, মার্জিন ঋণনীতির পরিবর্তনের পাশাপাশি মিউচুয়াল ফান্ড খাত শক্তিশালী করতে হবে।
তা না হলে দীর্ঘ মেয়াদে বাজারে সুফল মিলবে না। বিশিষ্ট পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আবু আহমেদ বলেছেন, বাজারকে বাজারের নিয়মে চলতে দিতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেয়ার বাজার ব্যবসায় ভালো করতে বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষায় জোর দিতে হবে। বিনিয়োগকারীদের সচেতন হওয়ার প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেছেন, ফান্ডামেন্টালি শক্তিশালী, ভালো গ্রোথ, ভালো লভ্যাংশ দেয়, ভালো ব্যবস্থাপনা আছে এমন কোম্পানিতে বিনিয়োগকারীদের দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করতে হবে।
- ট্যাগ সমূহঃ
- নিয়ন্ত্রক
- শেয়ার বাজার
![নিয়ন্ত্রক সংস্থার নানা উদ্যোগেও ঘুরে দাঁড়াতে পারছে না শেয়ার বাজার](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)