ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১১ জানুয়ারি, ২০২৫ | ৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
পর্যটন শিল্পসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক
১১ জানুয়ারি, ২০২৫ | ৩:৪৪ পিএম
![পর্যটন শিল্পসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/11/20250111154419_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশে পর্যটন, নির্মাণ শিল্প, অবকাঠামো, জ্বালানি, স্বাস্থ্যসেবা, শিপিং, এয়ারলাইন্স, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পসহ বিভিন্ন খাতে বড় সম্ভাবনা দেখছেন তুরস্কের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। তারা বিশ্বাস করেন, যৌথ কিংবা সরাসরি বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় বাণিজ্য বহুগুণ বাড়ানো সম্ভব।
ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বাংলাদেশ-তুরস্ক বাণিজ্য ও বিনিয়োগ শীর্ষক গোলটেবিল সভায় এ আশাবাদ ব্যক্ত করেন তুরস্কের বাণিজ্য প্রতিনিধি দল। সভায় সভাপতিত্ব করেন দ্যা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক মো. হাফিজুর রহমান।
তুরস্কের বাণিজ্য বিষয়ক মন্ত্রী ড. ওমের বোলাত সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘‘তুরস্কের বেশকিছু প্রতিষ্ঠান বাংলাদেশে সফলভাবে ব্যবসা পরিচালনা করছে এবং তাদের আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় বাণিজ্য দ্বিগুণ করার সুযোগ রয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশ কেবল একটি বাজার নয়, বরং এটি তুরস্কের ব্যবসায়ীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজনেস হাব হিসেবে বিবেচিত।’’
মন্ত্রী ড. বোলাত আরও বলেন, ‘‘বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পর্যটন, অবকাঠামো, জ্বালানি, স্বাস্থ্যসেবা, শিপিং, এয়ারলাইন্স, আইসিটি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পসহ নানা খাতে বিপুল বাণিজ্য সম্ভাবনা রয়েছে।’’
বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন গোলটেবিল সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘‘বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার করার যথেষ্ট সুযোগ রয়েছে। আমরা গতানুগতিক খাতগুলোর বাইরে গিয়ে নতুন নতুন খাতে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছি।’’ তিনি উল্লেখ করেন, ‘‘ঔষধ শিল্প, জ্বালানি, নির্মাণ শিল্প, অবকাঠামো, পর্যটন প্রভৃতি খাতে তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগ উভয় দেশের জন্য কল্যাণকর হবে।’’
এফবিসিসিআই- এর প্রশাসক মো. হাফিজুর রহমান সভায় স্বাগত বক্তব্যে বলেন, ‘‘বাংলাদেশ-তুরস্কের মধ্যে একটি শক্তিশালী বাণিজ্য সম্পর্ক বিদ্যমান রয়েছে। তবে এখনও অনেক নতুন এবং সম্ভাবনাময় খাতে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে।’’ তিনি তুরস্কের দক্ষতা, প্রযুক্তি, উদ্ভাবন এবং গবেষণা ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতার জন্য তুরস্কের সহায়তা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
এফবিসিসিআই প্রশাসক আরও বলেন, ‘‘তুরস্ক বিশ্বের অন্যতম শক্তিশালী ও উন্নত অর্থনীতির দেশ। তাদের সহযোগিতা বাংলাদেশে বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রমে সহায়ক হতে পারে।’’
- ট্যাগ সমূহঃ
- পর্যটন
- শিল্পসহ
- বিনিয়োগে
- আগ্রহী তুরস্ক
![পর্যটন শিল্পসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)