ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৫ জানুয়ারি, ২০২৫ | ২:২২ পিএম
অনলাইন সংস্করণ
প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে ৪ কমিশন
১৫ জানুয়ারি, ২০২৫ | ২:২২ পিএম

ছবি: সংগ্রহ
রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট সুপারিশসহ চারটি কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে। বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ইউনূসের কাছে কমিশনের সদস্যরা প্রতিবেদন হস্তান্তর করেন।
এই চারটি প্রতিবেদন হলো: সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার, দুর্নীতি দমন কমিশন, এবং পুলিশ সংস্কার কমিশন।
মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, কমিশনের সদস্যরা প্রতিবেদন জমা দেওয়ার পর কিছু সময় প্রতিবেদন নিয়ে আলোচনা হবে। এরপর দুপুর ৩টায় সরকারের কয়েকজন উপদেষ্টা সংবাদ সম্মেলনে এসে প্রতিবেদন সম্পর্কে ব্রিফ করবেন।
- ট্যাগ সমূহঃ
- প্রধান উপদেষ্টার
- সংস্কার
- জমা দিয়েছে
