ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:৫৮:৩৯ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

১০ অক্টোবর, ২০২৪ | ৪:৫০ এএম

অনলাইন সংস্করণ

বন্দরে ভিতরে অবৈধ গাড়ি ধরা পড়ল!

১০ অক্টোবর, ২০২৪ | ৪:৫০ এএম

বন্দরে ভিতরে অবৈধ গাড়ি ধরা পড়ল!

ছবি: সংগ্রহ

রাষ্ট্রের কেপিআই চট্টগ্রাম বন্দরের জেটি, ইয়ার্ড, টার্মিনালের ভেতরেই নিবন্ধন ছাড়া ভারী গাড়ির রাজত্ব ধরা পড়েছে বিশেষ যৌথ অভিযানে।

 

এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হাসান। সড়ক নিরাপত্তা সংক্রান্ত যৌথ অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করে বন্দর থানা পুলিশ ও ট্রাফিক জোন বন্দর। 

 


তিনি জানান, অভিযানে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে সাইফ পাওয়ারটেকের বিভিন্ন টার্মিনালে নিবন্ধনবিহীন অন্তত ৬০টি বিভিন্ন ধরনের যানবাহন দেখা যায় । সতর্কতামূলকভাবে সাইফ পাওয়ারটেকের ১০টি কনটেইনার বহনকারী ট্রেইলারকে (লং ভেহিক্যাল) রেজিস্ট্রেশন না থাকায় ৩০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

অভিযানে বিআরটিএ চট্টগ্রামের পক্ষে বিআরটিএ চট্টমেট্রো-১ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. আনোয়ার হোসেন, চট্টমেট্রো- ২ সার্কেলের মোটরযান পরিদর্শক পলাশ খিশা, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক আব্দুল মতিন, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের বেঞ্চ সহকারি আল-ফরহাদ ও এমিল চাকমা উপস্থিত ছিলেন।

বন্দরে ভিতরে অবৈধ গাড়ি ধরা পড়ল!