ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১২:৫৫:২২ পিএম

বাংলাদেশে শ্রম আইন সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ ড. মুহাম্মদ ইউনূস: যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা

২৬ নভেম্বর, ২০২৪ | ১০:১৯ এএম

বাংলাদেশে শ্রম আইন সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ ড. মুহাম্মদ ইউনূস: যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা

ছবি: সংগ্রহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের শ্রম আইন সংস্কারের মাধ্যমে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দেশের শ্রম পরিবেশ উন্নত করতে আরও বিদেশি ক্রেতা আকৃষ্ট করার পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন।

 

 

সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. ইউনূস যুক্তরাষ্ট্রের শ্রম ও ব্র্যান্ড বিষয়ক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি শ্রম সংস্কারের অগ্রগতি এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

 

 

ড. ইউনূস প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন যে, শ্রম আইন সংস্কার এবং আন্তর্জাতিক শ্রম অধিকার সংগঠনসহ আন্তর্জাতিক শ্রম সংস্থার উদ্বেগ নিরসনে সরকার বিশেষ দূত নিয়োগ করেছে।

 

 

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন শ্রম বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া মেই লী এবং আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলী ফায় রড্রিগেজ। তারা বাংলাদেশের শ্রম আইন উন্নয়ন ও কারখানাগুলোতে শ্রমিকবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগকে সমর্থন জানান।

 

 

কেলী ফায় রড্রিগেজ বলেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত সাড়ে তিন মাসে শ্রম খাতে চমৎকার অগ্রগতি অর্জন করেছে। সরকারের গৃহীত ১৮ দফা কর্মসূচির প্রশংসা করে তিনি শ্রমিক সংগঠন গড়ে তোলা এবং তৈরি পোশাক ও জুতা কারখানার শ্রমিকদের বেতন বার্ষিক পর্যালোচনা করার আহ্বান জানান।

 

 

মার্কিন প্রতিনিধিরা জানান, যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ও আন্তর্জাতিক শ্রম অধিকার সংগঠনগুলো ড. ইউনূসের শ্রমিকবান্ধব পরিবেশ তৈরির প্রচেষ্টাকে সমর্থন করে। তারা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের প্রতিশ্রুতির গুরুত্বও তুলে ধরেন।

 

 

এই উদ্যোগ বাংলাদেশের তৈরি পোশাক ও জুতা শিল্পে ইতিবাচক প্রভাব ফেলবে এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশে শ্রম আইন সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ ড. মুহাম্মদ ইউনূস: যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা