ঢাকা বুধবার, ২ জুলাই, ২০২৫ - ২:২৮:৫০ এএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

৮ মার্চ, ২০২৫ | ২:১০ পিএম

অনলাইন সংস্করণ

বাজারে ফিরছে বোতলজাত সয়াবিন, কিছুটা কেটেছে সংকট

৮ মার্চ, ২০২৫ | ২:১০ পিএম

বাজারে ফিরছে বোতলজাত সয়াবিন, কিছুটা কেটেছে সংকট

ছবি: সংগ্রহ

বাংলাদেশে সয়াবিন তেলের বাজারে সংকট কিছুটা কমেছে। গত কয়েক সপ্তাহ ধরে বোতলজাত সয়াবিন তেলের যে ব্ল্যাকআউট পরিস্থিতি তৈরি হয়েছিল, তা এখন বেশ কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে। রাজধানী ঢাকা এবং অন্যান্য শহরের বিভিন্ন বাজারে বর্তমানে ৫০০ মিলিগ্রাম, ১ লিটার, এবং ২ লিটার সয়াবিন তেলের বোতল পাওয়া যাচ্ছে, তবে ৫ লিটারের বোতল এখনো বেশিরভাগ জায়গায় অপ্রতুল।

 

 

শুক্রবার (৭ মার্চ) সকালে রাজধানীর মিরপুরের মানিকদী বাজার, মাটিকাটা বাজার এবং ইসিবি চত্বরসহ আশপাশের বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা যায়। বেশিরভাগ মুদি দোকান, ডিপার্টমেন্টাল স্টোর এবং সুপারশপে ১ ও ২ লিটার সয়াবিন তেলের বোতল পাওয়া যাচ্ছে, তবে ক্রেতারা ৫ লিটারের বোতল খুঁজে পাচ্ছেন না।

 

 

দোকানিরা জানান, সরবরাহ কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। পরিবেশকরা আগের তুলনায় চাহিদা অনুযায়ী তেল সরবরাহ বাড়িয়েছেন, যার ফলে তেলের বোতল বাজারে বেশি পাওয়া যাচ্ছে। তবে ৫ লিটারের বোতল পাওয়ার বিষয়ে সমস্যা রয়ে গেছে। বেশিরভাগ জায়গায় ৫ লিটারের বোতল নিয়মিতভাবে সরবরাহ করা হচ্ছে না, এবং কয়েকটি বোতল আসলেই ক্রেতাদের হাতে চলে যাচ্ছে।

 

 

মিরপুরের দোকানি আব্দুল হান্নান বলেন, "১ ও ২ লিটারের সয়াবিন তেল পাওয়া যাচ্ছে, তবে যখনই কোনো ক্রেতা তেল দেখতে পাচ্ছেন, তারা ২-৩ বোতল কিনতে চাইছেন। এভাবে সরবরাহ বেড়েছে, আশা করা যায় কিছুদিনের মধ্যে বাজার আরও স্বাভাবিক হবে।"

 

 

অপর দোকানি শরিফুল ইসলাম জানান, গত কয়েক সপ্তাহ সয়াবিন তেল পাওয়া ছিল খুবই কঠিন। তবে ২ দিন ধরে সরবরাহ বাড়তে শুরু করেছে এবং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। তিনি আশা করছেন, যদি সরবরাহ অব্যাহত থাকে, তাহলে বাজার আরও দ্রুত স্বাভাবিক হবে।

 

 

এদিকে, ক্রেতাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, বিশেষ করে রোজা উপলক্ষে অসাধু ব্যবসায়ীরা সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তারা মনে করছেন, বাজার বিশ্লেষকরা বলেছেন, সিন্ডিকেটের কারসাজি, বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থার দুর্বলতার কারণে এই সংকট তৈরি হয়েছে।

 

 

নুরুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, "এখন তেল পাওয়া যাচ্ছে, তবে দাম আগের মতোই। সরকারকে বাজার মনিটরিং জোরদার করতে হবে যাতে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত দাম না আদায় করতে পারে।"

 

 

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, "সরকারের পদক্ষেপ আরও জোরালো হওয়া দরকার। সিন্ডিকেট চিহ্নিত করতে তারা ব্যর্থ হয়েছে, তবে আশার কথা হলো যে, সরবরাহ আবার বেড়েছে। সরকার যেন এই সরবরাহ অব্যাহত রাখে, সে বিষয়ে নজরদারি চালাক।"

 

 

৩ মার্চ (সোমবার) বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছিলেন, "আগামী দুইদিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে।" তিনি আরও বলেন, "সয়াবিন তেলের দাম এখন কিছুটা কমতে শুরু করেছে এবং পামওয়েলের দামও কমেছে।"

 

 

এখন দেখা যাচ্ছে যে, বাজারে তেলের সরবরাহ বৃদ্ধি পাচ্ছে, তবে ৫ লিটারের বোতল এবং দাম নিয়ন্ত্রণের জন্য সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে বাজার বিশ্লেষকরা মনে করছেন।

বাজারে ফিরছে বোতলজাত সয়াবিন, কিছুটা কেটেছে সংকট