ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৫:০১:০৫ এএম

বিজয় দিবস ও ভ্যাট সপ্তাহ উৎযাপন

THE REAL CONSUTATION স্বচ্ছ ভ্যাট আইনে, দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে

১৫ ডিসেম্বর, ২০২৪ | ৭:৫৯ পিএম

বিজয় দিবস ও ভ্যাট সপ্তাহ উৎযাপন

ছবি: সংগ্রহ

বিজয় দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে ভ্যাটবন্ধু নিউজের সৌজ্জনে ও টিম টিআরসি কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশে ভ্যাট কনসালট্যান্ট ও বিজনেস ভ্যাট কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন জনাব মাসুদুর রহমান এফসিএ, প্রধান অতিথি জনাব মাহফুজ রহমান, পরিচালক হাতিল গ্রুপ, ভ্যাট কনসালটেন্সি পেশার গাইড লাইন উপস্থাপন করবেন জনাব মোঃ আলিমুজ্জামান, লিড কনসালট্যান্ট, টিআরসি। আলোচনা করবেন ব্যারিস্টার ফয়েজ আহম্মদ, মোঃ আহসান হাবিব, ভ্যাট কনসালট্যান্ট ও আরো অন্যান্য ভ্যাট কনসালট্যান্ট গণ।

 

প্রোগ্রামের সময় সূচি।
দুপুর ১২.১৫ ঘটিকায় আগমন ও আসন গ্রহণ
দুপুর ১২.৩০-১৩.১৫ ঘটিকা পর্যন্ত অনলাইন সেমিনার পরিচালনা করার গুরুত্ব, সময় সূচি নির্ধারণ ও আলোচনার বিষয়বস্তু নির্ধারণ।

 

দুপুর ১৩.১৫-১৪.১৫ পর্যন্ত নামাজ লাঞ্চ ও চা বিরতি

 

দুপুর ১৪.৩০-১৬.০০ ঘটিকা পর্যন্ত, আলোচনার বিষয়
1. ভ্যাট পেশার উন্নয়নে গাইড লাইন উপস্থাপন করবেন মোঃ আলিমুজ্জামান
2. সেটার উপর মতামত তুলে ধরবেন বিভিন্ন ভ্যাট কনসালট্যান্ট গণ।
3. প্রধান অতিথির বক্তব্যে
4. সভাপতির সমাপ্ত বক্তব্য

 

উক্ত সভায় ভ্যাট কনসালট্যান্ট গণের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ডেভেলপমেন্ট ও সার্বিক ভ্যাট আইন নিয়ে এনবিআর এর সাথে আলোচনা এবং আইন ব্যবহার উপযোগী করার জন্য ফোরাম গঠন করার বিষয়ে আলোচনা করা হবে।

বিজয় দিবস ও ভ্যাট সপ্তাহ উৎযাপন