ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২১ জানুয়ারি, ২০২৫ | ৩:১১ পিএম
অনলাইন সংস্করণ
বিদ্যুতে ভর্তুকিতে শীর্ষে, ব্যবহারে দ্বিতীয় সর্বনিম্ন বাংলাদেশ
২১ জানুয়ারি, ২০২৫ | ৩:১১ পিএম
![বিদ্যুতে ভর্তুকিতে শীর্ষে, ব্যবহারে দ্বিতীয় সর্বনিম্ন বাংলাদেশ](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/21/20250121151123_original_webp.webp)
ছবি: সংগ্রহ
প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিদ্যুতে ভর্তুকির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান সবচেয়ে শীর্ষে, তবে বিদ্যুৎ ব্যবহারের দিক থেকে বাংলাদেশ অবস্থান করছে সবচেয়ে কমের মধ্যে দ্বিতীয়। সম্প্রতি বাংলাদেশ ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন (বিআইপিপিএ)-এর এক বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে।
বিআইপিপিএ জানায়, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের বিদ্যুতে মাথাপিছু ভর্তুকির পরিমাণ ছিল ১৮.৫৩ ডলার, যা ভারত, পাকিস্তান এবং ভিয়েতনামের তুলনায় অনেক বেশি। ভারতের ভর্তুকি ছিল ১৪.২৯ ডলার, পাকিস্তানের ৮.৭৪ ডলার, এবং ভিয়েতনামের মাত্র ০.০৪৩১ ডলার। শ্রীলঙ্কা ২০২৩ সালে বিদ্যুতে ভর্তুকি বন্ধ করে দিয়েছে।
বিশ্লেষণে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশে মাথাপিছু বার্ষিক বিদ্যুৎ ব্যবহার ছিল ৫৫৩ ইউনিট (কিলোওয়াট/ঘণ্টা), যেখানে পাকিস্তান বাংলাদেশের পেছনে রয়েছে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশে আবাসিক গ্রাহকরা সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার করে, যা মোট ব্যবহারের প্রায় ৫৬ শতাংশ। অন্যদিকে, শিল্প ও বাণিজ্যিক গ্রাহকরা মাত্র ৩৯ শতাংশ বিদ্যুৎ ব্যবহার করে, যা পাকিস্তানের পর দ্বিতীয় সর্বনিম্ন।
বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ উৎপাদন খরচের উচ্চতা, দ্রুত বিদ্যুৎ অবকাঠামো সম্প্রসারণ এবং অতিরিক্ত ক্যাপাসিটি চার্জের কারণে ভর্তুকির বোঝা বাড়ছে। সরকারের চলতি বাজেটে মোট ভর্তুকির এক-তৃতীয়াংশ বরাদ্দ রাখা হয়েছে শুধুমাত্র বিদ্যুৎ খাতের জন্য, যা প্রায় ৪০ হাজার কোটি টাকা।
অর্থনীতিবিদ অধ্যাপক এ কে এনামুল হক বলেন, বিদ্যুতে ভর্তুকি বৃদ্ধির অন্যতম কারণ দুর্নীতি। তিনি দাবি করেন, সরকারী চুক্তি এবং বিদ্যুৎ খাতে অতিরিক্ত ক্যাপাসিটি চার্জের কারণে বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়েছে, যা ভর্তুকির বোঝা বাড়িয়েছে।
এছাড়া, বিদ্যুৎ খাতের ক্যাপাসিটি পেমেন্ট এবং জ্বালানির উচ্চমূল্যের কারণে ২০২৫ অর্থবছরে বিদ্যুতে আরও বেশি ভর্তুকি দিতে হবে বলে ধারণা করা হচ্ছে। সরকারের বকেয়া পরিমাণও অত্যন্ত উচ্চ, যার মধ্যে প্রায় ৯ হাজার কোটি টাকা বিআইপিপিএ’র অধীন বিদ্যুৎকেন্দ্রগুলোকে দিতে হবে।
এদিকে, বিদ্যুৎ খাতে বর্তমানে ২১ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে এবং সরকারকে ভবিষ্যতেও বিদ্যুৎ চাহিদা পূরণের জন্য অতিরিক্ত খরচ করতে হবে।
- ট্যাগ সমূহঃ
- বিদ্যুতে
- ভর্তুকিতে
- শীর্ষে
- দ্বিতীয়
- সর্বনিম্ন বাংলাদেশ
![বিদ্যুতে ভর্তুকিতে শীর্ষে, ব্যবহারে দ্বিতীয় সর্বনিম্ন বাংলাদেশ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)