ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৯:২২:১৪ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২৪ | ১২:২৯ পিএম

অনলাইন সংস্করণ

বিদ্যুৎ ও জ্বালানি খাতে দরপত্র প্রক্রিয়ার পুনরায় চালু: স্বচ্ছতার পথে নতুন দিকনির্দেশনা

১৯ ডিসেম্বর, ২০২৪ | ১২:২৯ পিএম

বিদ্যুৎ ও জ্বালানি খাতে দরপত্র প্রক্রিয়ার পুনরায় চালু: স্বচ্ছতার পথে নতুন দিকনির্দেশনা

ছবি: সংগ্রহীত

দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে দরপত্র আহ্বানের প্রক্রিয়া আবারও সচল হয়েছে। বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ বিশেষ বিধান বাতিলের পর এখন সকল ক্ষেত্রে দরপত্রের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। যদিও এই প্রক্রিয়ায় এখনও পুরোপুরি ভালো সাড়া পাওয়া যাচ্ছে না, তবুও এটি সরকারি ক্রয়ের সবচেয়ে স্বচ্ছ পদ্ধতি হিসেবে স্বীকৃত। সম্প্রতি এলএনজি আমদানি এবং ১২টি নতুন সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।

 

 

২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় আসার পর বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ বিশেষ বিধানের মাধ্যমে বিনা দরপত্রে প্রকল্প অনুমোদন করা হতো। তবে বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে বিশেষ বিধানের আওতায় কাজ দেওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। অন্তর্বর্তী সরকার এই বিধান বাতিল করার পাশাপাশি উচ্চ আদালতের নির্দেশে দায়মুক্তি ইনডেমনিটিও অবৈধ ঘোষণা করে। ফলে এখন এসব প্রকল্পের স্বচ্ছতা নিয়ে যে কেউ প্রশ্ন তুলতে পারবেন।

 

 


বিদ্যুৎ ও জ্বালানি খাতে এলএনজি আমদানির জন্য দরপত্র আহ্বান করা হলেও পেট্রোবাংলার সূত্রে জানা যায়, কিছু ক্ষেত্রে দরপত্রের জন্য ভালো সাড়া পাওয়া যাচ্ছে না। পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট অনুযায়ী, দরপত্রে অন্তত তিনটি প্রস্তাব জমা পড়া বাধ্যতামূলক। কম প্রস্তাব জমা পড়লে দরপত্র বাতিল করা হচ্ছে, যা কখনও কখনও দাম বৃদ্ধির কারণ হচ্ছে।

 

 

এদিকে, সৌরবিদ্যুৎ খাতে সরকার নতুনভাবে ১২টি প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পগুলোর অবস্থান সুন্দরবন, হাটহাজারী, মৌলভীবাজার, বাজিতপুর, চন্দ্রঘোনা, উখিয়া, লোহাগড়া, নবাবগঞ্জ, কুড়িগ্রাম, ফটিকছড়ি এবং ভালুকায়। নতুন দরপত্র প্রক্রিয়া অনুযায়ী, সৌরবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন খরচ আগের তুলনায় কমে আসতে পারে।

 

 


জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেইন মনে করেন, দ্রুত সরবরাহ আইন বাতিল করা একটি সময়োপযোগী পদক্ষেপ। তবে দরপত্র প্রক্রিয়ার সুবিধা ও অসুবিধা রয়েছে। আন্তর্জাতিক দরের ওঠানামা এবং প্রকল্পের জন্য জমির মতো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে দরপত্র প্রক্রিয়ার বাইরে গিয়ে একটি বিশেষ কমিটি গঠনের প্রয়োজন হতে পারে। একই সঙ্গে, দরপত্র আহ্বানের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করাও জরুরি বলে তিনি মত প্রকাশ করেন।

 

 


বিশেষ বিধানের পরিবর্তে দরপত্র প্রক্রিয়া ফের চালু করা দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্বচ্ছতা প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদিও কিছু চ্যালেঞ্জ বিদ্যমান, তবে সঠিক পরিকল্পনার মাধ্যমে এই প্রক্রিয়া আরও কার্যকর এবং দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে দরপত্র প্রক্রিয়ার পুনরায় চালু: স্বচ্ছতার পথে নতুন দিকনির্দেশনা