ঢাকা বুধবার, ২ জুলাই, ২০২৫ - ১:২৮:৫৫ এএম

বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কারসাজির বিচার হতে হবে

২৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:১০ এএম

বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কারসাজির বিচার হতে হবে

ছবি: সংগ্রহ

দেশের কোনো সরকার শেয়ারবাজারকে নিজের মনে করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, "এ বাজার যে অর্থনীতির মূল শক্তি, সে ভূমিকায় কখনোই একে দেখতে পাইনি। উল্টো রাজনৈতিক দুর্বৃত্তায়নের মধ্যে এ বাজারকে ঠেলে দেওয়া হয়েছে।" বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে অতীতের কারসাজির চক্র চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার বিকল্প নেই বলে মনে করেন তিনি।

 

 

গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারদের সংগঠন ডিবিএ আয়োজিত ‘বাংলাদেশের শেয়ারবাজারের বর্তমান অবস্থা এবং সামনে এগোনোর পথ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে শেয়ারবাজারকে নিজের মনে করে এর উন্নতির জন্য প্রয়োজনীয় নীতি ও সংস্কার বাস্তবায়ন করবে।

 

 

রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে অনুষ্ঠিত এ আলোচনায় বিশেষ অতিথি ছিলেন বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী। সভাপতিত্ব করেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম। আমীর খসরু বলেন, গত ১৫ বছরে সরকার, সরকারি দল এবং নিয়ন্ত্রক সংস্থা একাকার হয়ে গিয়েছিল। ফলে এক ব্যাংকের মালিক অন্য ব্যাংকের মালিককে হাজার হাজার কোটি টাকা লুট করতে সাহায্য করেছে।

 

 

তিনি বলেন, "শেয়ারবাজারের উন্নয়নে প্রশাসনিক হস্তক্ষেপ কমিয়ে দিয়ে বাজারকে নিজেরাই নিয়ন্ত্রণ করার সুযোগ দিতে হবে। বিএনপি সরকারে এলে ‘সিরিয়াসলি ডিরেগুলেট’ করবে, যাতে ব্যবসায়ীরা নিজেদের নিয়ন্ত্রণ নিজেরাই করতে পারেন এবং বিএসইসি শুধুমাত্র ওয়াচডগের ভূমিকা পালন করবে।"

 

 

অনেক বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারী বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগের বিষয়ে যোগাযোগ করছে জানিয়ে আমীর খসরু বলেন, "তারা একটি রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করছে। সেই সরকারের নীতি কী হবে, তা জেনে তারা বিনিয়োগের সিদ্ধান্ত নেবে।" তবে তার আগে দেশীয় বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর জন্য ব্রোকারদের স্বচ্ছতা নিশ্চিত করার পরামর্শ দেন তিনি।

 

 

তিনি আরও বলেন, "যারা শেয়ারবাজারে কারসাজি করে সাধারণ মানুষের টাকা লুট করেছে, তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা না গেলে শেয়ারবাজারে আস্থা ফেরানো সম্ভব হবে না।"

 

 

বিশেষ অতিথির বক্তব্যে ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, "গত ১৫ বছরে শেয়ারবাজারে সুশাসন ছিল প্রশ্নসাপেক্ষ। নিয়ন্ত্রক সংস্থাগুলোর বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। তারা একের পর এক মন্দ আইপিও অনুমোদন দিয়েছে, যা বাজারের ওপর চাপ সৃষ্টি করেছে।"

 

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, "দেশীয় বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে না পারলে বিদেশি বিনিয়োগকারীরাও আসবে না।"

 

 

ডিবিএর সহসভাপতি মো. সাইফুদ্দিন জানান, "গত ১৫ বছরে শেয়ারবাজার ৩৭ দশমিক ৬০ শতাংশ সংকুচিত হয়েছে।" শেয়ারবাজারের টেকসই উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন আলোচকরা।

বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কারসাজির বিচার হতে হবে