ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১:৫৩:৪০ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

২ ফেব্রুয়ারি, ২০২৫ | ১:২৪ পিএম

অনলাইন সংস্করণ

বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ

২ ফেব্রুয়ারি, ২০২৫ | ১:২৪ পিএম

বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ

ছবি: সংগ্রহ

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। আমদানি মূল্য বেশি হওয়ায় দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর বুড়িমারী স্থলবন্দরের আমদানিকারকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, এমন অভিযোগ তুলে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

 

 

বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছে জানান, ব্যবসায়ীদের পক্ষ থেকে গত মাসে পাথরের মূল্য কমানোর জন্য ভারত ও ভুটানের রপ্তানিকারকদের চিঠি দেওয়া হয়েছিল। তবে, চিঠির কোনো সদুত্তর না পাওয়ায় তারা ১ ফেব্রুয়ারি থেকে পাথর আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

 

 

গত ০৪ ও ১৬ জানুয়ারি ভারতের এবং ভুটানের পাথর রপ্তানিকারকদের কাছে ব্যাংকিং সুদ, আমদানি ব্যয় বৃদ্ধি এবং বাজারমূল্যের বিভিন্ন দিক তুলে ধরে পাথরের মূল্য পুনঃনির্ধারণের জন্য চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু রপ্তানিকারকদের পক্ষ থেকে কোনো কার্যকর প্রতিক্রিয়া না পাওয়ায় ১৯ জানুয়ারি ব্যবসায়ীরা একটি সভা করে এবং পাথরের নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেন। তারা ভারত ও ভুটান থেকে স্টোন বোল্ডার এবং ক্রাশ স্টোনের রপ্তানি মূল্য পুনঃনির্ধারণ করে পাঠানোর ঘোষণা দেন, অন্যথায় পাথর আমদানি বন্ধ রাখা হবে।

 

 

এদিকে, বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, তাদের সকল সদস্যের সঙ্গে মিটিং করে স্টোন বোল্ডার, ক্রাশ স্টোন এবং ভুটানি বোল্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এবং যদি রপ্তানিকারকরা এই নতুন দাম না মানেন, তাহলে আমদানি বন্ধ থাকবে, যা আগেই ঘোষণা করা হয়েছিল।

 

 

 

বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি আরও বলেন, ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথরের বর্তমান দাম পুনঃনির্ধারণে রপ্তানিকারকদের প্রস্তাব দেওয়ার পরেও কোনো সাড়া না পাওয়ায় তারা ১ ফেব্রুয়ারি থেকে পাথর আমদানি বন্ধ রেখেছেন।

 

 

এ পরিস্থিতিতে ব্যবসায়ীরা তাদের দাবি আদায়ের জন্য কঠোর অবস্থানে রয়েছেন, যা দেশটির পাথর শিল্পের জন্য গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ হিসেবে দেখা যাচ্ছে।

বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ