ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৮ জানুয়ারি, ২০২৫ | ১০:৩৭ এএম
অনলাইন সংস্করণ
বেনাপোল দিয়ে রপ্তানিতে নতুন শর্ত, ১২ ধরনের পণ্যও পরীক্ষা হবে
৮ জানুয়ারি, ২০২৫ | ১০:৩৭ এএম
![বেনাপোল দিয়ে রপ্তানিতে নতুন শর্ত, ১২ ধরনের পণ্যও পরীক্ষা হবে](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/08/20250108101633_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বেনাপোল বন্দর দিয়ে পণ্য রপ্তানির ক্ষেত্রে নতুন শর্ত জারি করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বেনাপোল কাস্টম হাউস থেকে এক আদেশ জারি করে বলা হয়েছে, ৪০ হাজার ডলারের বেশি মূল্যের পণ্যের চালান অথবা ২০ হাজার পিসের বেশি তৈরি পোশাক (যেমন শার্ট, প্যান্ট, টি-শার্ট, আন্ডারগার্মেন্টস ইত্যাদি) পণ্যের চালান কায়িক পরীক্ষার আওতায় থাকবে।
কায়িক পরীক্ষা মানে হচ্ছে, রপ্তানি চালান খুলে ঘোষণা দেওয়া পণ্যের সাথে মিল রয়েছে কিনা তা পরীক্ষা করা। এই নতুন শর্তের কারণে ব্যবসায়ীরা অতিরিক্ত সময় ও খরচের মধ্যে পড়বেন বলে মনে করছেন অনেক রপ্তানিকারক।
বেনাপোল বন্দরটি সাধারণত ভারত হয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানি করতে ব্যবহৃত হয়। এই বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানির পাশাপাশি, বিভিন্ন দেশে পণ্য পাঠাতে একাধিক ব্যবসায়ী এই পথ ব্যবহার করেন। কিন্তু নতুন শর্তের ফলে রপ্তানি প্রক্রিয়ায় বিলম্ব হতে পারে, যা ব্যবসায়ীদের জন্য অস্বস্তি তৈরি করবে বলে আশঙ্কা করছেন তারা।
বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ একই আদেশে ১২ ধরনের আমদানি পণ্যকে সংবেদনশীল এবং শুল্ক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করেছে। এসব পণ্য হলো, সব ধরনের কাপড়, ইমিটেশন জুয়েলারি, ব্যাটারি, মোটর পার্টস (নতুন ও পুরোনো), টায়ার ও টিউব, বাইসাইকেল যন্ত্রাংশ, ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল পণ্য, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ (বিশেষ করে শিল্প খাতে ব্যবহৃত), চিকিৎসা যন্ত্রপাতি ও অস্ত্রোপচারের সামগ্রী, একই চালানে পাঁচমিশালি পণ্য। এই পণ্যের চালানও কায়িক পরীক্ষার আওতায় থাকবে, যাতে শুল্ক ও কর ফাঁকি রোধ করা যায়।
বেনাপোল কাস্টমসের কমিশনার মো. কামরুজ্জামান জানিয়েছেন, এসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের মাধ্যমে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানসহ অন্যান্য বিষয় যেমন, এইচএস কোডের যাচাই-বাছাই করা হবে। এর মাধ্যমে পণ্যের চালানগুলো কায়িক পরীক্ষার আওতায় আনা হবে।
এছাড়া, শুল্ক-কর ফাঁকি রোধে আরও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। বেনাপোল কাস্টমসের কর্মকর্তাদের এসব পদক্ষেপ বাস্তবায়ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই শর্ত কার্যকর থাকবে।
বেনাপোল বন্দর দিয়ে পণ্য রপ্তানির ক্ষেত্রে নতুন এই শর্ত ব্যবসায়ীদের জন্য কিছুটা ভোগান্তির সৃষ্টি করতে পারে। তবে শুল্ক-কর ফাঁকি রোধে এ পদক্ষেপ দীর্ঘমেয়াদে লাভজনক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
- ট্যাগ সমূহঃ
- বেনাপোল
- রপ্তানিতে
- নতুন শর্ত
- ১২ ধরনের পণ্য
- পরীক্ষা হবে
![বেনাপোল দিয়ে রপ্তানিতে নতুন শর্ত, ১২ ধরনের পণ্যও পরীক্ষা হবে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)