ঢাকা মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ - ৯:৫৪:৩৫ পিএম

ভারত ও ভিয়েতনাম থেকে আমদানি করা চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে দুই জাহাজ

১৩ মার্চ, ২০২৫ | ১১:৪০ এএম

ভারত ও ভিয়েতনাম থেকে আমদানি করা চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে দুই জাহাজ

ছবি: সংগ্রহ

চট্টগ্রাম বন্দরে ভারত ও ভিয়েতনাম থেকে আমদানি করা ৩৮ হাজার ৮০০ মেট্রিক টন চাল নিয়ে দুইটি জাহাজ এসে পৌঁছেছে। গতকাল বুধবার (১২ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

 

মন্ত্রণালয় জানায়, জাহাজ দু’টির মধ্যে এমভি ট্রং অ্যান শিপ ভিয়েতনাম থেকে ‘জি টু জি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট)’ চুক্তির আওতায় ১৭ হাজার ৮০০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এসেছে। অপরদিকে, এমভি রেক এলিট ভারত থেকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির আওতায় ২১ হাজার ৮০০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে বন্দরে এসে পৌঁছেছে।

 

 

চালের মান নিশ্চিত করতে জাহাজে থাকা চালের নমুনা পরীক্ষা করা হবে। পরীক্ষা শেষে আজই চাল খালাসের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

 

 

দেশে খাদ্য মজুত বৃদ্ধি ও বাজার স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করছে। খাদ্য মন্ত্রণালয়ের এ কার্যক্রমের আওতায় ইতোমধ্যে বেশ কয়েকটি চালের চালান দেশে এসেছে এবং আরও চাল আসার প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ভারত ও ভিয়েতনাম থেকে আমদানি করা চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে দুই জাহাজ