ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৪ | ১:১৮ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
ভূরাজনীতি ও স্বর্ণের মূল্য পতন: মোঃ আলীমুজ্জামান
১৯ নভেম্বর, ২০২৪ | ১:১৮ পিএম

ছবি: ভ্যাটবন্ধু নিউজ
পূর্বে একটি লেখায় স্বর্ণের মূল্য বৃদ্ধির কথা বলেছিলাম, তবে বর্তমানে স্বর্ণের দামে ব্যাপক পতন দেখা যাচ্ছে। ওই লেখা ছিল আমেরিকার নির্বাচন হওয়ার আগে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জেতার পর বিশ্ব অর্থনীতি ব্যবস্থায় ডলারের বাজার টিকে থাকবে এমন ধারণা থেকে স্বর্ণের দাম কমছে।
ব্রিকস মুদ্রা শিগগির বাজারে আসবে না, এবং ব্রিকসের কার্যক্রম কিছুটা ধীরগতি পেয়েছে কারণ বাইডেন সরকার ক্ষমতায় ফিরে আসেনি। আমেরিকার নির্বাচনের ফল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত স্বর্ণের দাম ভরি প্রতি ১০ থেকে ১২ হাজার টাকা কমেছে। এই দাম আরও কমতে পারে কারণ ব্রিকসের দুই সদস্য, ভারত এবং রাশিয়ার সঙ্গে ট্রাম্পের খুব ভালো সম্পর্ক। এই সম্পর্ককে তারা আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করবে, বিশেষত রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে এবং যুদ্ধ বন্ধ করে।
আমেরিকার পররাষ্ট্রনীতিতে সাধারণত পরিবর্তন হয় না, কিন্তু ভারত ট্রাম্পের বন্ধু রাষ্ট্র হওয়ায় এবং ব্রিকসের অন্যতম সদস্য চীন একা হয়ে পড়ায়, চীন এখন আমেরিকার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়েছে। এই কারণেই স্বর্ণের মূল্য আরও ব্যাপকভাবে কমলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
ভারতের প্রভাব ভূরাজনীতিতে ব্যাপক আকার ধারণ করবে। এদিকে, বাংলাদেশ যেন ক্রমাগত ভারতের সঙ্গে খারাপ সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অনেকেই ভারতের বিপক্ষে কথা বলছেন। তবে ভারত সাধারণত কথা কম বলে, বরং কাজের মাধ্যমে প্রতিক্রিয়া দেখায়।
বিশ্ব খাদ্য সংস্থার তথ্যমতে, বর্তমানে প্রায় ২ কোটি মানুষ অনাহারে বা অর্ধাহারে আছে। গত মাসের খাদ্যের মুদ্রাস্ফীতি ছিল প্রায় ১৩ শতাংশ। এই পরিস্থিতি চলতে থাকলে খাদ্য সংকট প্রকট আকার ধারণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
- ট্যাগ সমূহঃ
- ভূরাজনীতি
- স্বর্ণের মূল্য
- আলীমুজ্জামান
