ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৩ ডিসেম্বর, ২০২৪ | ২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
মাস্কের ৫৬ বিলিয়ন ডলার পারিশ্রমিকের আবেদন আবারও খারিজ
৩ ডিসেম্বর, ২০২৪ | ২:৪৩ পিএম
![মাস্কের ৫৬ বিলিয়ন ডলার পারিশ্রমিকের আবেদন আবারও খারিজ](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/03/20241203144258_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
ইলন মাস্কের ৫৬ বিলিয়ন ডলারের পারিশ্রমিক প্যাকেজ অনুমোদন না করার রায় দিয়েছে ডেলাওয়্যার অঙ্গরাজ্যের আদালত। মার্কিন ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের এই বিশাল অংকের পারিশ্রমিক নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছিল। আদালতের রায়ে জানানো হয়, টেসলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে ২০১৮ সালে মাস্কের এই বেতন ন্যায্য ছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, টেসলার বোর্ড সদস্য এবং শেয়ারহোল্ডারদের ৭৫ শতাংশ ভোটে গত গ্রীষ্মে প্যাকেজটি অনুমোদিত হয়েছিল। তবে বিচারক ক্যাথলিন ম্যাককরমিক বলেছেন, মাস্কের দ্বারা বোর্ড সদস্যরা অত্যধিক প্রভাবিত ছিলেন। শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে দায়ের করা মামলায় আদালত রায় দিয়েছে, মাস্ক তার চাওয়া পারিশ্রমিকের অধিকারী নন এবং শেয়ারহোল্ডারকে ৩৪ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ প্রদান করা উচিত।
রায়ের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ইলন মাস্ক বলেছেন, বিচারকদের পরিবর্তে শেয়ারহোল্ডারদের ভোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা উচিত। টেসলা এ রায়কে ভুল আখ্যা দিয়ে আপিল করার অঙ্গীকার করেছে। এক্স-এ এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, রায় বহাল থাকলে প্রকৃত মালিকদের (শেয়ারহোল্ডার) পরিবর্তে বিচারক ও আইনজীবীরা কোম্পানির সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করবেন।
বিচারক আরও উল্লেখ করেছেন, এটি তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক প্যাকেজ হতে পারত, কিন্তু টেসলা এটি ন্যায্যতা প্রমাণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মাস্কের পক্ষে রায় গেলে ডেলাওয়্যার অঙ্গরাজ্যের আইনগুলো দুর্বল হয়ে পড়ত।
![মাস্কের ৫৬ বিলিয়ন ডলার পারিশ্রমিকের আবেদন আবারও খারিজ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)