ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৯:৪২:৫৮ এএম

যেসব পণ্যের ভ্যাট প্রত্যাহার হয়ে কমতে পারে দাম

১৬ জানুয়ারি, ২০২৫ | ২:৫৯ পিএম

যেসব পণ্যের ভ্যাট প্রত্যাহার হয়ে কমতে পারে দাম

ছবি: সংগ্রহ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ বুধবার (১৬ জানুয়ারি) ঘোষণা করেছে যে, হোটেল, রেস্তোরাঁ এবং মিষ্টান্ন ভাণ্ডারে বাড়তি ভ্যাট প্রত্যাহার করা হবে। ভ্যাট ও সম্পূরক কর প্রত্যাহারের দাবিতে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করেছিল, যা থেকে এই সিদ্ধান্তের ঘোষণা আসে।

 

 

এনবিআরের মূসক আইন-বিধির দ্বিতীয় সচিব ব্যারিস্টার মোহাম্মদ বদিউজ্জামান মুন্সি জানান, বৃহস্পতিবার বা আগামী রবিবারের মধ্যে হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টান্ন ভাণ্ডারের ওপর আরোপিত অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের আদেশ জারি করা হবে।

 

 

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৯ জানুয়ারি শতাধিক পণ্যে ভ্যাট ও শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নেয় এনবিআর। এর পর থেকেই ব্যবসায়ী এবং গ্রাহকরা এই বৃদ্ধি বিরোধিতা করে আসছিলেন। ভ্যাট বৃদ্ধি করা হয়েছিল ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ পর্যন্ত, কিন্তু রেস্তোরাঁ মালিকদের আবেদনের পর বিষয়টি পুনর্বিবেচনা করা হয়েছে এবং পূর্বের ৫ শতাংশ ভ্যাটেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

 

এছাড়া, ওষুধ এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ব্যবসায় ভ্যাটের হার কমানো হতে পারে, ফলে এসব পণ্যের দাম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

 

এই ঘোষণার ফলে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং এর মাধ্যমে সরকারের ব্যবসায়িক পরিবেশ উন্নত করার প্রতি আগ্রহ প্রকাশ করেছেন।

যেসব পণ্যের ভ্যাট প্রত্যাহার হয়ে কমতে পারে দাম