ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:৭ পিএম
অনলাইন সংস্করণ
রাজস্ব আদায়ে বাস্তবসম্মত লক্ষ্যমাত্রা চায় এনবিআর
১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:৭ পিএম

ছবি: সংগ্রহ
এক দশকেরও বেশি সময় ধরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ হয়েছে। চলতি অর্থবছরেও লক্ষ্যমাত্রা অর্জন প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। এ অবস্থায় এনবিআর আগামী তিন অর্থবছরের জন্য আরও বাস্তবসম্মত রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণে অর্থ মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানিয়েছে।
সম্প্রতি, অর্থ বিভাগের সচিবকে পাঠানো এক চিঠিতে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সতর্ক করে বলেছেন, যতোদিন পর্যন্ত যথাযথ পর্যালোচনা ও গবেষণা না করা হয়, ততোদিন লক্ষ্যমাত্রা নির্ধারণ করলে তা বরাবরের মতো ব্যর্থতায় পর্যবসিত হবে। তিনি বলেন, দেশের উৎপাদন ও ব্যবসার প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে লক্ষ্য নির্ধারণ করা উচিত এবং বিগত বছরের মতো ধারাবাহিক রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার দায় থেকে বেরিয়ে আসা প্রয়োজন।
এনবিআর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা যথাক্রমে ৫,৬৪,৪১১.৯২ কোটি, ৬,৪৯,০৭৩.৭১ কোটি এবং ৭,৪৬,৪৩৪.৭৬ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। তবে চিঠিতে বলা হয়েছে, এসব লক্ষ্যমাত্রা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং যথাযথ গবেষণা ছাড়াই এগুলি নির্ধারণ করা হয়েছে।
এনবিআর জানায়, স্ফীত বাজেট এবং লক্ষ্যমাত্রা অর্জন না হওয়া জাতীয় রাজস্ব বোর্ডের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করছে। এই ধারা ভবিষ্যতেও চলতে থাকলে এটি মোটেও কাম্য নয়, কারণ এনবিআর দেশের সিংহভাগ রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান।
এদিকে, সাবেক এনবিআর চেয়ারম্যান মুহাম্মদ আবদুল মজিদ বলেন, দেশের জিডিপির তুলনায় রাজস্ব আহরণ কম, কিন্তু রাজস্ব বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, এনবিআরের উচিত নিজের সক্ষমতা বাড়ানো, দক্ষতা বৃদ্ধি এবং অপ্রয়োজনীয় কর ছাড় কমানোর ব্যবস্থা গ্রহণ করা।
এমতাবস্থায়, এনবিআরের লক্ষ্য বাস্তবসম্মতভাবে নির্ধারণের জন্য সরকারকে অনুরোধ জানানো হয়েছে, যাতে করে রাজস্ব আদায়ের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রম আরও দক্ষতার সাথে পরিচালিত হয়।
- ট্যাগ সমূহঃ
- রাজস্ব
- আদায়ে
- বাস্তবসম্মত
- চায়
- এনবিআর
