ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:৫১:৩৭ পিএম

সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

৪ জানুয়ারি, ২০২৫ | ৩:৪০ পিএম

সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

ছবি: সংগ্রহ

সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আবদুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৬ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ আরও ৮ দিন বাড়ানো হয়েছে। এর মাধ্যমে কমিটি সংবিধানে প্রয়োজনীয় সংশোধন ও সংস্কার প্রস্তাব তৈরির কাজ শেষ করার জন্য ১৫ জানুয়ারি পর্যন্ত সময় পাবেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

 

গঠনকালীন সময়ে কমিশনটি সংবিধানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা ও প্রয়োজনীয় পরিবর্তন সম্পর্কিত সুপারিশ তৈরি করার লক্ষ্যে কাজ করছে। গত ৬ অক্টোবর রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রীয়াজকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয় এবং কমিটিকে তিন মাস সময় দেওয়া হয় সুপারিশ তৈরির জন্য।

 

 

আগামী ৭ জানুয়ারি এই কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, তবে সরকারের নতুন সিদ্ধান্তে সেই মেয়াদ বাড়ানো হলো আরও ৮ দিন।

সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল