ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৬ ডিসেম্বর, ২০২৪ | ৪:৩ পিএম
অনলাইন সংস্করণ
সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমার সময়সীমা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে
২৬ ডিসেম্বর, ২০২৪ | ৪:৩ পিএম
![সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমার সময়সীমা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/26/20241226160247_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময়সীমা আরও এক দফা বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণীর তথ্য সিলগালাকৃত খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিলের সময়সীমা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, নতুন সরকার গঠনের পর সরকারি ১৫ লাখ কর্মচারীকে সম্পদের হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়। শুরুতে ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারিত থাকলেও পরে এ সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। সর্বশেষ নির্দেশনায় আবারও সময়সীমা বৃদ্ধি করে ১৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হল।
![সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমার সময়সীমা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)