ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:২০ পিএম
অনলাইন সংস্করণ
সিরামিক পণ্যে সম্পূরক শুল্ক প্রত্যাহারসহ তিন দাবি বিসিএমইএর
৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:২০ পিএম
![সিরামিক পণ্যে সম্পূরক শুল্ক প্রত্যাহারসহ তিন দাবি বিসিএমইএর](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/03/20250203150400_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) সোমবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে টাইলস ও স্যানিটারি পণ্যের ওপর আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারসহ তিনটি দাবি জানিয়েছে। সংগঠনটি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি পেশ করেছে।
বিসিএমইএ’র প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) মইনুল ইসলাম বলেন, সিরামিক শিল্প খাত দেশের সম্ভাবনাময় আমদানি বিকল্প শিল্প হিসেবে আত্মপ্রকাশ করেছে। বর্তমানে ৮০টিরও বেশি সিরামিক পণ্য উৎপাদনকারী কারখানা প্রতিষ্ঠিত হয়েছে, যা দেশীয় পণ্যের রপ্তানি বৃদ্ধি ও আমদানি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে, টাইলস এবং স্যানিটারি পণ্য উৎপাদন পর্যায়ে আরোপিত সম্পূরক শুল্ক সঠিক নয়, কারণ এগুলি এখন আর বিলাসদ্রব্য নয়, বরং ভবন নির্মাণে অত্যাবশ্যকীয় সামগ্রী হিসেবে বিবেচিত হয়।
তিনি আরও বলেন, সিরামিক শিল্পে গ্যাসের মূল্য বৃদ্ধি বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত গ্যাসের দাম ৩৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা সিরামিক পণ্যের উৎপাদন ব্যয় ১৮ থেকে ২০ শতাংশ বাড়িয়েছে। নতুন করে গ্যাসের দাম ১৫২ শতাংশ বাড়ানোর পরিকল্পনা থাকলে এটি আরও ৩০ থেকে ৩৫ শতাংশ উৎপাদন ব্যয় বৃদ্ধি করবে, যা দেশীয় পণ্যের মূল্য প্রতিযোগিতা সক্ষমতা কমিয়ে দেবে।
মইনুল ইসলাম বলেন, সিরামিক শিল্প গ্যাসনির্ভর একটি প্রসেস ইন্ডাস্ট্রি, যেখানে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো ঘাটতি পণ্য নষ্ট হওয়ার কারণ হতে পারে এবং এতে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় উদ্যোক্তাদের। তিনি সরকারের কাছে সিরামিক শিল্পকে অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনায় নিয়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার প্রস্তাব করেছেন।
সর্বশেষ, বিসিএমইএ সরকারের কাছে তিনটি দাবি তুলেছে: ১. টাইলস ও স্যানিটারি পণ্যের ওপর আরোপিত ১৫% এবং ১০% সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা। ২. গ্যাসের মূল্য বৃদ্ধি না করে সরবরাহ স্বাভাবিক রাখা। ৩. সিরামিক শিল্পকে অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করা।
এই দাবিগুলোর মাধ্যমে বিসিএমইএ দেশের সিরামিক শিল্পের টিকে থাকার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছে, যাতে তা স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থায় থাকতে পারে।
- ট্যাগ সমূহঃ
- সিরামিক
- পণ্যে
- শুল্ক প্রত্যাহার
![সিরামিক পণ্যে সম্পূরক শুল্ক প্রত্যাহারসহ তিন দাবি বিসিএমইএর](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)