ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১২ জানুয়ারি, ২০২৫ | ২:১০ পিএম
অনলাইন সংস্করণ
সীমান্তে ১৫০ গজের মধ্যে বেড়া নির্মাণ করতে পারবে না ভারত: স্বরাষ্ট্র উপদেষ্টা
১২ জানুয়ারি, ২০২৫ | ২:১০ পিএম
![সীমান্তে ১৫০ গজের মধ্যে বেড়া নির্মাণ করতে পারবে না ভারত: স্বরাষ্ট্র উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/12/20250112141009_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ভারত সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো ধরনের কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারবে না। তবে, ১৫০ গজের বাইরে নির্মাণে বাংলাদেশের কোনো আপত্তি নেই। তিনি আরও বলেন, "ভারতকে এসব নির্মাণ কাজ করতে দেওয়া হবে না।"
এটি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আজ রোববার (১২ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে এবং শিগগিরই ভারতীয় হাই কমিশনারকে ডেকে বিস্তারিত প্রতিবাদ জানানো হবে।
তিনি জানান, "বর্তমানে ৪,১৫৬ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্তের ৩,২৭১ কিলোমিটার অংশে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন করেছে, কিন্তু বাকি ৮৮৫ কিলোমিটারের কাজ এখনো বাকি রয়েছে।"
সম্প্রতি ভারত লালমনিরহাটের তিন বিঘা করিডোর, ফেনী, কুমিল্লা, কুষ্টিয়া এবং নওগাঁর পত্নীতলায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল। তবে, দুদেশের চুক্তি অনুযায়ী, সীমান্তে কোনো ধরনের উন্নয়ন কার্যক্রম পারস্পরিক আলোচনা ছাড়া করা যাবে না। ভারতের একতরফা সিদ্ধান্ত মেনে নেয়নি বাংলাদেশ।
এছাড়া, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সময় লালমনিরহাটের তিন বিঘা করিডোর এবং নওগাঁর পত্নীতলায় ভারতীয় কার্যক্রম বন্ধ করে বিজিবি। প্রতিবাদে বাংলাদেশের জনগণের বিরোধিতা থাকায় ভারত পিছু হটতে বাধ্য হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বাংলাদেশ সীমান্তে যেকোনো উন্নয়ন কাজের জন্য আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। সীমান্তে একতরফা পদক্ষেপ কখনোই মেনে নেওয়া হবে না।”
এ বিষয়ে শিগগিরই পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে চিঠি পাঠাবে এবং আলোচনার মাধ্যমে সমাধান করতে চেষ্টা করবে।
![সীমান্তে ১৫০ গজের মধ্যে বেড়া নির্মাণ করতে পারবে না ভারত: স্বরাষ্ট্র উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)