ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৬ জানুয়ারি, ২০২৫ | ৯:৪১ এএম
অনলাইন সংস্করণ
সীমান্ত ইস্যু এক দিনে সমাধান সম্ভব নয় : পররাষ্ট্র উপদেষ্টা
১৬ জানুয়ারি, ২০২৫ | ৯:৪১ এএম
![সীমান্ত ইস্যু এক দিনে সমাধান সম্ভব নয় : পররাষ্ট্র উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/16/20250116094101_original_webp.webp)
ছবি: সংগ্রহ
সীমান্তের সমস্যার বিষয়ে প্রথম নয়, আগেও ছিল এমন সমস্যা এবং ভবিষ্যতেও তা হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন। তিনি বলেছেন, সীমান্ত ইস্যু এক দিনে সমাধান করা সম্ভব নয়, তবে সরকার তা মোকাবেলা করার চেষ্টা অব্যাহত রাখবে।
সচিবালয়ে আসন্ন চীন সফর নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। সীমান্ত বেড়া নিয়ে ভারতের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, "এটি ব্যাখ্যার বিষয়, এবং কখনো কখনো সমঝোতার মাধ্যমে আমরা বিষয়টি সমাধান করি।"
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, "আমরা সাধারণভাবে শূন্যরেখা থেকে ১৫০ গজ দূরত্ব বজায় রাখতে চাই, তবে কিছু ক্ষেত্রে তা ব্যত্যয় ঘটানো যেতে পারে, যেমন- তামাবিল সীমান্তে পর্যাপ্ত জায়গা না থাকায় সেখানে ব্যতিক্রম করা হয়েছে।"
রোহিঙ্গা ইস্যুতে তৌহিদ হোসেন বলেন, "রোহিঙ্গা সমস্যা এক দিনে সমাধান করা সম্ভব নয়। মিয়ানমারে চীনের যথেষ্ট প্রভাব রয়েছে এবং আমরা চাই চীন আমাদের সহায়তা করুক।" তিনি উল্লেখ করেন, "এখন মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি সঙ্ঘাতময়, ফলে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়টি সহজ নয়, তবে পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে তারা স্বেচ্ছায় ফিরে যেতে পারে।"
তিস্তা প্রকল্পের বিষয়ে তৌহিদ হোসেন বলেন, "তিস্তা নদী নিয়ে যে সমঝোতা চুক্তি (এমওইউ) ছিল, তার মেয়াদ শেষ হয়ে গেছে, তবে আমরা সেটি নবায়ন করার সিদ্ধান্ত নিয়েছি।" তিনি আশা প্রকাশ করেন যে, এই সফরের মাধ্যমে তিস্তা প্রকল্প নিয়ে অগ্রগতি হতে পারে এবং বাংলাদেশ তার স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেবে।
ভারতের পানিসম্পদ সহযোগিতার বিষয়ে তিনি বলেন, "নির্দেশনামূলক সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হয়েছে, আমরা তা নবায়ন করব, এবং এরপর নির্দিষ্ট প্রকল্প নিয়ে আলোচনা করব।"
চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে তিনি বলেন, "চীনের সাথে আমাদের সম্পর্ক সরকারের ওপর নির্ভর করে না, এটি দীর্ঘদিনের সম্পর্ক। পরবর্তী সরকারও এই সম্পর্ক বজায় রাখবে।"
আগামী ২১ থেকে ২৩ জানুয়ারি চীন সফরের সময়, পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবেন এবং বেইজিং ও সাংহাইয়ে বিভিন্ন গবেষণা সংগঠনে বক্তব্য দেবেন। এছাড়া, তিনি কয়েকটি প্রযুক্তি কারখানাও পরিদর্শন করবেন।
![সীমান্ত ইস্যু এক দিনে সমাধান সম্ভব নয় : পররাষ্ট্র উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)