ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:০৫:৫৮ পিএম

হজযাত্রীদের বিমান টিকিটের আবগারি শুল্ক প্রত্যাহার

৫ নভেম্বর, ২০২৪ | ৯:১১ এএম

হজযাত্রীদের বিমান টিকিটের আবগারি শুল্ক প্রত্যাহার

ছবি: সংগ্রহীত

আগামী বছরের হজ যাত্রীদের জন্য বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যা হজের খরচ কমাতে সহায়ক হবে বলে আশা করছে রাজস্ব বিভাগ। এ ছাড়া যাত্রী নিরাপত্তা ফি, এম্বারকেশন ফি ও এয়ারপোর্ট নিরাপত্তা ফি-র ওপর থেকে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটও প্রত্যাহার করা হয়েছে।

 

সোমবার এনবিআর এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। বর্তমানে সৌদি আরবগামী বিমান টিকিটের ওপর ৪ হাজার টাকা আবগারি শুল্ক নেওয়া হয়, যা এখন হজযাত্রীদের জন্য মওকুফ করা হয়েছে।

 

এছাড়া, অন্যান্য আন্তর্জাতিক বিমান টিকিটের ওপর শুল্কের পরিমাণও উল্লেখযোগ্য, যেমন:

  • সার্কভুক্ত দেশের টিকিটে ২ হাজার টাকা
  • সার্কভুক্ত দেশের বাইরে অন্য দেশের টিকিটে ৪ হাজার টাকা,
  • উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, হংকং, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস এবং তাইওয়ানের বিমান টিকিটে ৬ হাজার টাকা শুল্ক নির্ধারিত।

 

চাঁদ দেখা সাপেক্ষে, ৪ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। উল্লেখ্য, হজযাত্রীদের বিমান টিকিটের ওপর শুল্ক প্রত্যাহার নতুন কিছু নয়। এর আগে এনবিআর একাধিকবার এ শুল্ক মওকুফ করেছে। সাধারণত এয়ারলাইনসগুলোর মাধ্যমে যাত্রীদের টিকিট বিক্রি করার সময় এ শুল্ক সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

হজযাত্রীদের বিমান টিকিটের আবগারি শুল্ক প্রত্যাহার