ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:০৯:১০ পিএম

২০২৪ সালে প্রযুক্তি খাতে ৫.৭৪ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ

২ নভেম্বর, ২০২৪ | ৯:৩২ এএম

২০২৪ সালে প্রযুক্তি খাতে ৫.৭৪ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ

ছবি: সংগ্রহীত

আগামী বছর বিশ্বব্যাপী প্রযুক্তি খাতে ব্যয় ৯.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫ লাখ ৭৪ হাজার কোটি (৫.৭৪ ট্রিলিয়ন) ডলারে পৌঁছাতে পারে, এমনটি জানিয়েছে গবেষণা ও পরামর্শ প্রতিষ্ঠান গার্টনার। প্রতিষ্ঠানটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জেনারেটিভ এআই (জেনএআই) প্রযুক্তিতে বাড়তি বিনিয়োগের কারণে সার্ভার বিক্রির ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাবে। গার্টনার জেনএআইকে ২০২৪ সালের প্রযুক্তি খাতে বিনিয়োগের জন্য একটি প্রধান শক্তি হিসেবে চিহ্নিত করেছে।

 

 

গার্টনারের ভাইস প্রেসিডেন্ট ও বিশ্লেষক জন ডেভিড লাভলক বলেন, বর্তমানে জেনএআইয়ের বিনিয়োগের প্রধান অনুঘটক হিসেবে কাজ করছে বড় প্রযুক্তি কোম্পানিগুলো, যারা এর জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করছে। তিনি পূর্বাভাস দিয়েছেন যে ২০২৫ সালের মধ্যে কোম্পানির চিফ ইনফরমেশন অফিসাররা (সিআইও) জেনএআইতে বিনিয়োগ শুরু করবেন। তবে তিনি সতর্ক করেছেন যে, বিনিয়োগ বৃদ্ধি পেলে সিআইওদের জেনএআইয়ের সক্ষমতার প্রতি প্রত্যাশা কমে যেতে পারে, কারণ বর্তমান এআই মডেল এবং ডাটার গুণমান মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে না।

 

 

গার্টনারের বিশ্লেষকরা हाल ही में ‘গার্টনার আইটি সিম্পোজিয়াম/এক্সপো’ ইভেন্টে প্রযুক্তিবাজারে প্রভাব ফেলতে পারে এমন ট্রেন্ডগুলো নিয়ে আলোচনা করেছেন। তাদের মতে, ২০২৪ সালে ডাটা সেন্টার সিস্টেমে ব্যয় প্রায় ৩৫ শতাংশ বেড়ে যাবে এবং ২০২৫ সালে এ খাতে প্রায় ৫ হাজার কোটি ডলার বৃদ্ধি হবে। সার্ভার বিক্রির কারণে এই প্রবৃদ্ধি ঘটবে, যা ২০২৩ সালে ১৩ হাজার ৪০০ কোটি ডলার থেকে ২০২৮ সালের মধ্যে ৩৩ হাজার ২০০ কোটি ডলারে উন্নীত হওয়ার পূর্বাভাস রয়েছে।

 

 

লাভলক বলেন, “জেনারেটিভ এআই ডাটা সেন্টার সিস্টেমে অতীতের ক্লাউড পরিষেবা ও আউটসোর্সিংয়ের প্রভাবকে ছাড়িয়ে যাবে। সার্ভার ব্যয়ের ক্ষেত্রে ক্লাউড ও আউটসোর্সিং কোম্পানিগুলোর জন্য বছরে ৬ হাজার ৭০০ কোটি ডলার পর্যন্ত পৌঁছাতে প্রায় ২০ বছর সময় লেগেছে, কিন্তু জেনএআইয়ের চাহিদা ২০২৩ থেকে ২০২৮ সালের মধ্যে সার্ভার বিক্রিকে প্রায় তিন গুণ বাড়িয়ে দেবে।”

 

 

এদিকে, ২০২৫ সালে সফটওয়্যারে বিনিয়োগ ১৪ শতাংশ বেড়ে ১ লাখ ২৩ হাজার কোটি (১.২৩ ট্রিলিয়ন) ডলারে পৌঁছানোর প্রত্যাশা করা হচ্ছে। একই সময়, আইটি সার্ভিসে ব্যয় ৯.৪ শতাংশ বেড়ে ১ লাখ ৭৩ হাজার কোটি (১.৭৩ ট্রিলিয়ন) ডলারে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে।

 

 

লাভলক জানান, “সফটওয়্যার এবং আইটি সার্ভিসগুলো প্রযুক্তি খাতে প্রবৃদ্ধির মূল উৎস। এই দুটি ক্ষেত্রে এআই-নির্ভর প্রকল্পগুলোতে বিনিয়োগ বৃদ্ধির আশা করা হচ্ছে, যেমন ই-মেইল ও কনটেন্ট তৈরির টুল। সফটওয়্যার ও আইটি সার্ভিসের বাজার বেশ পুরনো, তবে ২০২৪ সালে জেনএআই-নির্ভর পণ্য ও পরিষেবার কারণে এ বাজারে ৬৬০ কোটি ডলার এবং ২০২৫ সালে ৭৪০ কোটি ডলার যোগ হওয়ার প্রত্যাশা রয়েছে।”

২০২৪ সালে প্রযুক্তি খাতে ৫.৭৪ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ