ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ
২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাবনা আহ্বান করলো এনবিআর
১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:১৩ পিএম

ছবি: সংগ্রহ
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী অর্থবছরের (২০২৫-২৬) বাজেট প্রস্তাবনা জমা দেওয়ার জন্য বিভিন্ন শিল্প, বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান এবং দেশের বুদ্ধিজীবীদের প্রতি আহ্বান জানিয়েছে। আগামী ২০ মার্চের মধ্যে প্রস্তাবনাগুলি এনবিআরের নির্ধারিত ঠিকানায় পাঠানোর জন্য বলা হয়েছে।
এনবিআর জানিয়েছে, এটি একটি অংশগ্রহণমূলক এবং গণমুখী বাজেট প্রণয়নের অংশ হিসেবে বিভিন্ন মহলের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাবে। এটি বাজেট প্রস্তাবনার মাধ্যমে রাজস্ব আহরণের কার্যক্রমকে আরও অর্থবহ এবং বিশ্লেষণধর্মী করার লক্ষ্যে নেওয়া একটি উদ্যোগ।
এছাড়া, যেসব প্রতিষ্ঠান বা সংস্থা কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয়, তারা সরাসরি এনবিআরের নির্দিষ্ট ই-মেইল ([email protected]) এর মাধ্যমে প্রস্তাবনা পাঠাতে পারবে। এনবিআর প্রতিটি প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং সেগুলির মধ্যে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবে।
এই উদ্যোগের মাধ্যমে এনবিআর ভবিষ্যত বাজেট প্রণয়নে জনগণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করতে চায়, যা দেশের অর্থনীতির উন্নয়ন এবং রাজস্ব আহরণ কার্যক্রমকে আরও কার্যকর করবে।
- ট্যাগ সমূহঃ
- বাজেট
- প্রস্তাবনা
- আহ্বান
- করলো
- এনবিআর
