ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৩ মে, ২০২৪ | ৮:৪২ এএম
অনলাইন সংস্করণ
বাজেট প্রক্রিয়ায় নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি
আমাদের সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি স্পিকার
২৩ মে, ২০২৪ | ৮:৪২ এএম

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, ‘প্রত্যেক অর্থবছর জাতীয় বাজেট প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়নের প্রতিটি ধাপ কতটা দক্ষ ও কার্যকরভাবে বাস্তবায়ন করা হলো তার ওপর জনগণের জীবনমান ও তাদের অর্থনৈতিক বিকাশ নির্ভর করে। তাই জাতীয় বাজেট প্রক্রিয়ায় জনপ্রতিনিধিসহ সব পর্যায়ের নাগরিকদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা একান্ত জরুরি। আর বাজেটকে অংশগ্রহণমূলক করার কাজে নাগরিক সমাজকেই জোরালো ভূমিকা রাখতে হবে। সমন্বিত উন্নয়নে খাতভিত্তিক বাজেট দেয়া হচ্ছে।’
গতকাল রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘আমাদের সংসদ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এ কথা বলেন। সংসদ সদস্যসহ অন্যান্য অংশীজনের বাজেট বিশ্লেষণে সহযোগিতার জন্য এ উদ্যোগ নিয়েছে উন্নয়ন সমন্বয়।
ডেপুটি স্পিকার বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার দর্শন বাস্তবায়নের মাধ্যমে স্বনির্ভর অর্থনীতির দেশ গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার উৎপাদন বাড়াতে প্রতি ইঞ্চি জমিকে কাজে লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে। বাংলাদেশের বাজেট কীভাবে আরো কার্যকরভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে গবেষণা করতে হবে। গঠনমূলক সমালোচনাকে আমরা সবসময়ই স্বাগত জানাই।’
তিনি বলেন, ‘আমাদের খাদ্যের অভাব নেই। বিতরণ কারা করে? আপনি, আমি, আমরাই। এই আমি, আপনি, আমরাই সিন্ডিকেট করি। এগুলো বন্ধে স্মার্ট সিটিজেন দরকার।’
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, ‘৫০ বিলিয়ন ডলারের ফরেন এক্সচেঞ্জের যে পাইপলাইন, যেটা প্রায় ফেটে যাচ্ছে, ব্যবহার করার অভাবে। সেদিকেও সংসদ সদস্যরা নজর দেবেন, সমালোচনা করবেন। কেন প্রকল্পগুলো আমরা তাড়াতাড়ি তৈরি করতে পারছি না। পাইপলাইনগুলো থেকে যে ডলার পাওয়ার কথা, সেগুলো কেন আমরা পাচ্ছি না।’
তিনি বলেন, ‘আমাদের আরো বেশি করে বৈদেশিক মুদ্রা আহরণ করতে হবে। সেটার জন্য রেমিট্যান্স ও রফতানি খাতকে সমর্থন দিয়ে যেতে হবে। কোনো কোনো অর্থনীতিবিদ বা অন্যরা মনে করেন, এখনই প্রণোদনা তুলে নেয়া হোক। আমি তাদের সঙ্গে একমত নই। আমি মনে করি, এ প্রণোদনা আরো কিছুদিন অব্যাহত রাখতে হবে। প্রয়োজনে বাড়াতে হবে। কারণ প্রায় ১৫ বিলিয়ন ডলার বাড়তি ফরেন এক্সচেঞ্জের প্রবাহ আনতে হবে।’
তিনি আরো বলেন, ‘দেরিতে হলেও বাংলাদেশ ব্যাংক এক্সচেঞ্জ রেটকে মার্কেট রেটের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। যার কারণে হুন্ডি এবং আনুষ্ঠানিক রেটের মধ্যে পার্থক্য কমে এসেছে। এতে করে মানুষ বেশি রেমিট্যান্স পাঠাচ্ছে। গত ১৭ দিনে ১৩৬ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। এ হারে যদি আসতে থাকে, আমার দৃঢ় বিশ্বাস এই মাস শেষে আড়াই বিলিয়ন ডলারের ওপরে রেমিট্যান্স আসবে। এতে ফরেন এক্সচেঞ্জের প্রবাহ বাড়বে।’
আতিউর রহমান বলেন, ‘অর্থনীতিতে বিরাজমান অস্থিরতার মধ্যে অহেতুক আতঙ্ক না ছড়িয়ে বাজেট বিষয়ে সব অংশীজনকে নির্ভরযোগ্য তথ্য ও বিশ্লেষণ সরবরাহ করার লক্ষ্য নিয়ে ‘আমাদের সংসদ’ কার্যক্রম এগিয়ে যাবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সানজিদা খানম এমপি, রাশেদ খান মেনন ও আনিসুল ইসলাম মাহমুদ এমপি।
বিদ্যমান সামষ্টিক অর্থনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে আসন্ন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের যৌক্তিকতা ও কার্যকারিতা অনুধাবন করার ক্ষেত্রে উন্নয়ন সমন্বয়ের ‘আমাদের সংসদ’ কার্যক্রম বিশেষ সহায়ক হতে পারে বলে মত দেন সংসদ সদস্য রাশেদ খান মেনন, আনিসুল ইসলাম মাহমুদ ও সানজিদা খানম। তারা বলেন, বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে নাগরিকদের আরো সংবেদনশীল করে তোলার ক্ষেত্রে এ উদ্যোগটি একটি নতুন মাত্রা যুক্ত করবে।
অনুষ্ঠানে জানানো হয়, অংশগ্রহণমূলক বাজেট বিষয়ে উন্নয়ন সমন্বয়ের তিন দশকের ধারাবাহিক কর্মকাণ্ডে সর্বশেষ সংযোজন ‘আমাদের সংসদ’। এর আওতায় হটলাইনের মাধ্যমে অংশীজনদের বাজেট বিষয়ক তথ্য ও বিশ্লেষণ সরবরাহ, পূর্ণাঙ্গ বাজেটের পর্যালোচনা এবং খাতভিত্তিক বরাদ্দ বিশ্লেষণ নিয়ে বুকলেট প্রকাশ, উন্নয়ন সমন্বয়ের কার্যালয়ে হেল্পডেস্ক স্থাপন, গণমাধ্যম ও তরুণ নাগরিকদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে বাজেট পর্যালোচনা সংলাপ আয়োজন করা হবে।
‘আমাদের সংসদ’ কার্যক্রমের বিস্তারিত প্রস্তাব তুলে ধরেন উন্নয়ন সমন্বয়ের গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদভী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেড অব প্রোগ্রামস শাহীন উল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সমন্বয়ের সভাপতি সাবেক গভর্নর প্রফেসর ইমেরিটাস ড. আতিউর রহমান।
অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, নাগরিক সংগঠনের প্রতিনিধি এবং ব্যাংক এশিয়া পিএলসির কর্মকর্তারা।
