ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৯ জানুয়ারি, ২০২৫ | ৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ
৩১ জানুয়ারির পর অবৈধ বিদেশিদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
২৯ জানুয়ারি, ২০২৫ | ৫:৫১ পিএম
![৩১ জানুয়ারির পর অবৈধ বিদেশিদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/29/20250129175013_original_webp.webp)
ছবি: সংগ্রহ
৩১ জানুয়ারির পর বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
স্বাস্থ্য উপদেষ্টা জানান, যেকোনো বিদেশি নাগরিকের ভিসার মেয়াদ নির্ধারিত থাকে এবং সেই মেয়াদ শেষ হওয়ার পর তিনি যদি অবৈধভাবে দেশে অবস্থান করেন তবে তাকে জরিমানা দিতে হয়। তিনি বলেন, “আগে দিনপ্রতি ২০০ টাকা জরিমানা ধার্য ছিল, কিন্তু এখন এটি বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে। এর আগে সর্বোচ্চ ৩০ হাজার টাকা জরিমানা ধার্য ছিল, কিন্তু সে আইনটি এখন পরিবর্তন করা হয়েছে।”
৩১ জানুয়ারির পর যে কেউ অবৈধভাবে দেশে থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দেন তিনি। তবে, ৩১ জানুয়ারি পর্যন্ত অবৈধভাবে অবস্থানকারী বিদেশিরা যেতে চাইলে তাদের কোনো বাধা থাকছে না।
এছাড়া, তিনি আরও জানান, এখন থেকে প্রতিদিনের হিসাবে জরিমানা আদায় করা হবে, যা সরকারের কঠোর মনোভাবের প্রতি ইঙ্গিত দেয়।
![৩১ জানুয়ারির পর অবৈধ বিদেশিদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)