ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:৪৮:৫২ এএম

Leadership Excellence Award এর জন্য মনোনীত মো: আলীমুজ্জামান: ভ্যাট সচেতনতার আলোকবর্তিকা

৯ জানুয়ারি, ২০২৫ | ১১:৩০ এএম

Leadership Excellence Award এর জন্য মনোনীত মো: আলীমুজ্জামান: ভ্যাট সচেতনতার আলোকবর্তিকা

ছবি: ভ্যাটবন্ধু নিউজ

দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসায়িক কার্যক্রমের স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য গুণী ব্যক্তিদের সম্মান জানাতে Global Star Communication আয়োজন করেছে এক বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই আয়োজনে অন্যতম আকর্ষণীয় ক্যাটাগরি হলো Leadership Excellence, যেখানে মনোনীত হয়েছেন দ্যা রিয়েল কনসালটেন্ট-এর লিড কনসালটেন্ট মো: আলীমুজ্জামান

 

 

মো: আলীমুজ্জামান দীর্ঘদিন ধরে ভ্যাট সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছেন। ভ্যাট প্রদান প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে তিনি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য নিয়মিত সেমিনার আয়োজন করেছেন। উল্লেখযোগ্যভাবে, তিনি জেসিআই বাংলাদেশ এবং ই-ক্যাব-এর সদস্যদের নিয়ে বিশেষ সেমিনার পরিচালনা করেছেন। এ ছাড়াও, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ভ্যাট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণ এবং পরামর্শমূলক কর্মশালার আয়োজন করেছেন।

 

 

মো: আলীমুজ্জামানের কাজ শুধুমাত্র সেমিনারের মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি নিয়মিত ভ্যাট সচেতনতা নিয়ে বিভিন্ন সংবাদপত্রে কলাম লিখছেন এবং টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছেন। আরও উল্লেখযোগ্য হলো, তিনি ভ্যাটবন্ধু নিউজ নামে একটি অনলাইন নিউজ পোর্টাল চালু করেছেন, যেখানে ভ্যাট সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সংবাদ নিয়মিত প্রকাশ করা হয়।

 

 

ভবিষ্যতে ভ্যাট কমপ্লায়েন্স এবং প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করতে তিনি মিশন ২০৩০ পরিকল্পনা ঘোষণা করেছেন। এই পরিকল্পনার আওতায় রয়েছে—
১. ভ্যাট কমপ্লায়েন্স ও ভ্যাট অডিট ফেসিং-এর জন্য গাইডলাইন তৈরি এবং প্রশিক্ষণের ব্যবস্থা।
২. ভ্যাট কনসালটেন্টদের জন্য গাইডলাইন ও প্রশিক্ষণ।
৩. উত্পাদন শিল্প এবং ব্যবসা ও সেবা খাতের জন্য সেক্টরভিত্তিক গাইডলাইন তৈরি।
৪. প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী গাইডলাইন তৈরি এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা।

 

 

মো: আলীমুজ্জামানের এমন উদ্যোগগুলো দেশের ভ্যাট সচেতনতা বৃদ্ধিতে এবং কর ব্যবস্থাকে আরও সহজতর করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। তার কাজের প্রতি এই স্বীকৃতি শুধু তার নিজের জন্যই নয়, বরং পুরো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এক অনুপ্রেরণা।

 

 

Leadership Excellence Award-এর জন্য মনোনয়ন পাওয়ায় মো: আলীমুজ্জামানকে অভিনন্দন এবং তার মিশন সফল হওয়ার জন্য শুভকামনা।

Leadership Excellence Award এর জন্য মনোনীত মো: আলীমুজ্জামান: ভ্যাট সচেতনতার আলোকবর্তিকা