ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৮ জানুয়ারি, ২০২৫ | ৯:১৫ এএম
অনলাইন সংস্করণ
Leadership Excellence Award জয় করলেন মো: আলীমুজ্জামান: ভ্যাট সচেতনতার আলোকবর্তিকা
১৮ জানুয়ারি, ২০২৫ | ৯:১৫ এএম
![Leadership Excellence Award জয় করলেন মো: আলীমুজ্জামান: ভ্যাট সচেতনতার আলোকবর্তিকা](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/18/20250118091526_original_webp.webp)
ছবি: ভ্যাটবন্ধু নিউজ
দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং ব্যবসায়িক স্বচ্ছতা বৃদ্ধিতে অসামান্য অবদান রাখায় Leadership Excellence Award 2024 অর্জন করেছেন দ্যা রিয়েল কনসালটেন্ট-এর লিড কনসালটেন্ট মো: আলীমুজ্জামান। Global Star Communication-এর আয়োজনে এই বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার এ অর্জন দেশের ভ্যাট সচেতনতার অগ্রযাত্রায় নতুন দিগন্তের সূচনা করেছে।
মো: আলীমুজ্জামান দীর্ঘদিন ধরে ভ্যাট সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরলস পরিশ্রম করে আসছেন। তার নেতৃত্বে দেশের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী এবং পেশাজীবীদের জন্য ভ্যাট প্রদান প্রক্রিয়া সহজতর করতে ধারাবাহিক সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তিনি জেসিআই বাংলাদেশ এবং ই-ক্যাব-এর সদস্যদের জন্য বিশেষায়িত সেমিনার পরিচালনা করে ভ্যাট কমপ্লায়েন্সের গুরুত্ব তুলে ধরেছেন। পাশাপাশি, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ভ্যাট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ এবং পরামর্শমূলক কর্মশালা আয়োজন করেছেন।
তার কাজ কেবল প্রশিক্ষণেই সীমাবদ্ধ নয়। ভ্যাট সচেতনতা নিয়ে তিনি নিয়মিতভাবে জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কলাম লিখছেন এবং টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছেন। তার উদ্যোগে চালু হওয়া ভ্যাটবন্ধু নিউজ নামের অনলাইন পোর্টালটি ভ্যাট সংক্রান্ত তথ্য ও খবরের জন্য একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে পরিচিতি লাভ করেছে।
ভবিষ্যতে ভ্যাট কমপ্লায়েন্স ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে তিনি ঘোষণা করেছেন মিশন ২০৩০। এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে—
- ভ্যাট কমপ্লায়েন্স এবং অডিট ফেসিং-এর জন্য গাইডলাইন তৈরি।
- সেক্টরভিত্তিক গাইডলাইন এবং প্রশিক্ষণ কার্যক্রম।
- ভ্যাট কনসালটেন্টদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ।
- প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী কাস্টমাইজড প্রশিক্ষণ ব্যবস্থা।
এই অসামান্য স্বীকৃতির মাধ্যমে মো: আলীমুজ্জামান দেশের ভ্যাট ব্যবস্থার উন্নয়নে তার অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। Leadership Excellence Award জয় করায় তাকে অভিনন্দন জানানো হয়েছে দেশের বিভিন্ন মহল থেকে।
তার মিশন সফল হোক এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে তিনি আরও ভূমিকা রাখতে সক্ষম হোন—এই প্রত্যাশা রইলো।
- ট্যাগ সমূহঃ
- Award
- আলীমুজ্জামান
- ভ্যাট
![Leadership Excellence Award জয় করলেন মো: আলীমুজ্জামান: ভ্যাট সচেতনতার আলোকবর্তিকা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)