ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১:০০:২৮ পিএম

অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

৩০ জানুয়ারি, ২০২৫ | ৪:০ পিএম

অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

ছবি: সংগ্রহ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কিয়াংঘাট এলাকায় অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে (৬ ইষ্ট বেঙ্গল) বাঘাইহাট জোনের সেনাবাহিনী।

 

 

 

২৯ জানুয়ারি, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী একটি অভিযান পরিচালনা করে। এতে ২০০ কার্টুন শুল্ক বিহীন প্যাট্রন ব্রান্ডের সিগারেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য তিন লক্ষ ৫০ হাজার টাকা।

 

 

বাঘাইহাট জোনের সিনিয়র অফিসার আঃ মবিনের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়। জানা গেছে, অবৈধ ভারতীয় সিগারেট পাচারের উদ্দেশ্যে কিয়াংঘাট এলাকার মধ্য দিয়ে খাগড়াছড়ি যাচ্ছিল।

 

 

তবে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ২০০ কার্টুন সিগারেটের ছয়টি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় রেখে পালিয়ে যায়। পরবর্তীতে সেনাবাহিনী ওই সিগারেটগুলি জব্দ করে। বাঘাইহাট জোনের কমান্ডার লেঃ কর্নেল মো. খায়রুল আমিন (পিএসসি) এ তথ্য নিশ্চিত করেছেন।

অবৈধ ভারতীয় সিগারেট জব্দ