ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৪ | ২:১৭ পিএম
অনলাইন সংস্করণ
আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পুনর্মূল্যায়নে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের
১৯ নভেম্বর, ২০২৪ | ২:১৭ পিএম
![আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পুনর্মূল্যায়নে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/19/20241119141656_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
হাইকোর্ট বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি পুনর্মূল্যায়নের জন্য উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
রিট ও শুনানির বিবরণ
রিটটি করেন ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম। আদালতে তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার মনিরুজ্জামান, অ্যাডভোকেট আফরোজা ফিরোজ মিতা ও ব্যারিস্টার কামারুন মাহমুদ মিতা।
এর আগে, আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়। ৬ নভেম্বর এ বিষয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। এতে উল্লেখ করা হয়, চুক্তি একতরফা ও অন্যায্য, যা পুনর্বিবেচনা অথবা বাতিল করা প্রয়োজন।
আদানি গ্রুপের বিদ্যুৎ চুক্তির পটভূমি
২০১৭ সালে আদানি গ্রুপের সঙ্গে তড়িঘড়ি করে ২৫ বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়। ঝাড়খণ্ডে আদানির ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
জাতীয় পর্যালোচনা কমিটির উদ্যোগ
গত ২৮ সেপ্টেম্বর জাতীয় পর্যালোচনা কমিটির সভায় আদানি বিদ্যুৎকেন্দ্রসহ ১১টি বিদ্যুৎকেন্দ্রের তথ্য সংগ্রহের সিদ্ধান্ত হয়। বিদ্যুৎ বিভাগ এ বিষয়ে তথ্য সরবরাহের জন্য নির্দেশনা দিয়েছে।
![আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পুনর্মূল্যায়নে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)