ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১:০১:০৮ পিএম

আরও ৩ সরকারি প্রতিষ্ঠান থেকে শেখ পরিবারের নাম বাদ

৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৫ এএম

আরও ৩ সরকারি প্রতিষ্ঠান থেকে শেখ পরিবারের নাম বাদ

ছবি: সংগ্রহ

অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও তার পরিবারের নামে থাকা তিনটি সরকারি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

 

যেসব প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হবে, সেগুলো হল, শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর, বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ, শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর।

 


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ–এর নাম পরিবর্তন করে পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ রাখা হবে। অন্যদিকে, শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর এবং শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর–এর নামও পরিবর্তন করে যথাক্রমে পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর এবং পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর করা হবে।

 

 

এ সিদ্ধান্তটি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অন্যান্য সমধর্মী প্রতিষ্ঠানগুলোর নামের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখতে নেওয়া হয়েছে। এই নাম পরিবর্তনের প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

 

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৈঠকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশনের অধীন রাখার সিদ্ধান্তও গৃহীত হয়েছে। সেইসাথে জাতীয় পরিচয় নিবন্ধন আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে, যা পরবর্তীতে সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে আলোচনা করে পরিমার্জন করা হবে।

 

 

এ সিদ্ধান্তের মাধ্যমে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাস্তবায়িত হতে যাচ্ছে, যা দেশটির প্রশাসনিক এবং আইনগত কাঠামোকে আরও উন্নত করার দিকে এগিয়ে নিয়ে যাবের্

আরও ৩ সরকারি প্রতিষ্ঠান থেকে শেখ পরিবারের নাম বাদ