ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৫ আগস্ট, ২০২৪ | ৯:২৬ এএম
অনলাইন সংস্করণ
ইপিজেডে ৬৭ লাখ ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি
১৫ আগস্ট, ২০২৪ | ৯:২৬ এএম
![ইপিজেডে ৬৭ লাখ ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি](https://i.vatbondhu.com/images/original-webp/2024/08/15/20240815092539_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
চীনা প্রতিষ্ঠান মেইগো (বাংলাদেশ) লিমিটেড নীলফামারীতে অবস্থিত উত্তরা ইপিজেডে ৬৭ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি সংগ্রহযোগ্য আইটেম এবং খেলনা তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে গতকাল ঢাকায় বেপজার নির্বাহী দপ্তরে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং মেইগো (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লি চিন হাং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
বিদেশী মালিকানাধীন মেইগো (বাংলাদেশ) লিমিটেড বার্ষিক সাত লাখ পিস সংগ্রহযোগ্য আইটেম এবং খেলনা (ডাই-কাস্ট, প্লাস্টিক, প্লাশ ও ফ্যাব্রিক) উৎপাদন করবে। প্রতিষ্ঠানটিতে ১ হাজার ৫৬ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘তৈরি পোশাকের ওপর একক নির্ভরতা কমাতে ইপিজেড ও বেপজা অর্থনৈতিক অঞ্চলে বৈচিত্র্যময় পণ্য উৎপাদনকে সর্বদা উৎসাহিত করে বেপজা। আশা করছি, মেইগো (বাংলাদেশ) লিমিটেডের বিনিয়োগ আমাদের রফতানি খাতকে সমৃদ্ধ করবে।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) আ স ম জামশেদ খোন্দকার, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
- ট্যাগ সমূহঃ
- ইপিজেড
- ডলার
- চীনা কোম্পানি
![ইপিজেডে ৬৭ লাখ ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)