ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:৫৮:২১ এএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২৫ | ১:০ পিএম

অনলাইন সংস্করণ

এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা কমেছে

২৮ জানুয়ারি, ২০২৫ | ১:০ পিএম

এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা কমেছে

ছবি: সংগ্রহ

২০২৪-২৫ অর্থবছরের জন্য সরকারের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা কমিয়ে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথমে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও, দেশের রাজস্ব পরিস্থিতি এবং বিভিন্ন কারণে অর্থবছরের মাঝপথে এটি সংশোধন করা হয়।

 

 

এনবিআরের নতুন লক্ষ্য অনুযায়ী, চলতি অর্থবছরে ১ লাখ ২০ হাজার ৫১০ কোটি টাকা শুল্ক, ১ লাখ ৭১ হাজার ৪৯৫ কোটি টাকা মূসক এবং ১ লাখ ৭১ হাজার ৪৯৫ কোটি টাকা আয়কর আদায় করতে হবে।

 

 

তবে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায়ে বড় ঘাটতি দেখা গেছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে রাজস্ব আদায় হয়েছে প্রায় ১ লাখ ৫৬ হাজার কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৫৭ হাজার ৭২৩ কোটি টাকা কম। গত বছরের একই সময়ের তুলনায়ও রাজস্ব আদায় কমেছে।

 

 

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, ডলারের মূল্য বৃদ্ধি, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং বড় প্রকল্পগুলোর জন্য অর্থ ছাড় কমে যাওয়ার কারণে এই ঘাটতির সৃষ্টি হয়েছে বলে এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন। এর পাশাপাশি, ভ্যাট খাতে প্রবৃদ্ধি ঋণাত্মক (-৫.৪৫%) এবং কাস্টমস খাতেও প্রবৃদ্ধি খুবই সামান্য (০.৬১%) দেখা গেছে।

 

 

এনবিআরের কর্মকর্তারা আরও জানিয়েছেন যে, চলতি অর্থবছরের রাজস্ব আদায়ে গত অক্টোবর থেকে কিছুটা গতি এসেছে এবং ডিসেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় আদায় প্রায় ৬ শতাংশ বেড়েছে। তবে, বছরের শেষ পর্যন্ত রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে বড় চ্যালেঞ্জ সামনে রয়েছে।

 

 

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সরকারের রাজস্ব আয় হিসেবে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা প্রাক্কলিত হয়েছিল, যা দেশের জিডিপির ৯.৭ শতাংশ। এর মধ্যে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা এনবিআরের মাধ্যমে সংগ্রহ করার লক্ষ্য ছিল।

 

এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা কমেছে