ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:৪৫:২৬ এএম

চট্টগ্রাম কাস্টমস চার মাসে সাড়ে ২৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়

২১ নভেম্বর, ২০২৪ | ২:২৮ পিএম

চট্টগ্রাম কাস্টমস চার মাসে সাড়ে ২৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়

ছবি: সংগ্রহ

চলতি অর্থবছরের শুরুতেই দেশে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। হয় সরকার পরিবর্তন। তার আগের দীর্ঘদিনের চলতে থাকা ডলার সংকটের সঙ্গে নতুন করে রাজনৈতিক অস্থিরতা যোগ হলে দেশের ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়ে। এতে আমদানি-রপ্তানির গতি মন্থর হয়ে যায়।

 

তবে দেশের বৃহৎ শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউসে এ প্রভাব পড়লেও রাজস্ব আদায়ে তেমন ঘাটতি হয়নি। প্রতিষ্ঠানটি অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আহরণ করেছে প্রায় সাড়ে ২৪ হাজার কোটি টাকা। এতে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৩৩ শতাংশ।

 

চট্টগ্রাম কাস্টম হাউস সূত্রে জানা যায়, জুলাই বিপ্লবের পর চট্টগ্রাম সমুদ্র বন্দর ও বৃহৎ শুল্ক স্টেশনের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। একই সঙ্গে পরিবহন বন্ধ থাকায় আমদানি-রপ্তানির পণ্যও জমে পাহাড় হয় বন্দরের বিভিন্ন ইয়াডসহ অফডকগুলো। গত অর্থবছর ও লক্ষ্যমাত্রার সঙ্গে তুলনা করলে রাজস্ব আদায় মোটামুটি ভালো হয়েছে।

 

২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসের রাজস্ব আদায়ের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, অর্থবছরের প্রথম মাসে চট্টগ্রাম কাস্টম হাউস রাজস্ব আদায় করেছে ছয় হাজার ৩১১ কোটি টাকা। ওই মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল পাঁচ হাজার ১৪৮ কোটি টাকা। অর্থাৎ প্রথম মাসে লক্ষ্যমাত্রার তুলনায় ২২ দশমিক ৬১ শতাংশ বেশি রাজস্ব আয় হয়। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের চেয়ে এটি ১৫ দশমিক ৩৩ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের জুলাইয়ে রাজস্ব আদায় করেছিল পাঁচ হাজার ৪৭২ কোটি টাকা।

 

আগস্টে রাজস্ব আদায় হয় ছয় হাজার ৪২ কোটি টাকা। আগস্টে লক্ষ্যমাত্রা ছিল ছয় হাজার ৪৭৯ কোটি টাকা। রাজনৈত ব্যাপক অস্থিরতার মাসটিতে লক্ষ্যমাত্রার চেয়ে ছয় দশমিক ৭৪ শতাংশ রাজস্ব কম আদায় হলেও ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের তুলনায় পাঁচ দশমিক ৭৯ শতাংশ রাজস্ব আদায় বেশি ছিল। সেপ্টেম্বরে আদায় হয় ছয় হাজার ছয় কোটি টাকা। যদিও লক্ষ্যমাত্রা ছিল সাত হাজার ৫৭৮ কোটি টাকা। এই লক্ষ্যমাত্রার তুলনায় ২০ দশমিক ৭৪ শতাংশ রাজস্ব কম আদায় হয়।

 

অক্টোবরে রাজস্ব আদায় হয় ছয় হাজার ৬১ কোটি টাকা। লক্ষ্যমাত্রা ছিল সাত হাজার ৪৩৫ কোটি টাকা। কিন্তু প্রতিষ্ঠানটি ১৮ দশমিক ৪৮ শতাংশ রাজস্ব আদায় কম করে। তবে ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের চেয়ে সাত শতাংশ বেশি।

 

এদিকে চলতি অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২৬ হাজার ৬৪০ কোটি টাকা। বিপরীতে আদায় হয় ২৪ হাজার ৪২১ কোটি টাকা। এতে লক্ষ্যমাত্রার তুলনায় আট দশমিক ৩৩ শতাংশ ঋণাত্মক হলেও পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের দশ দশমিক ৩৩ শতাংশ বেশি। রাজস্ব আদায়ের বিষরে চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র ও উপকমিশনার সাইদুল ইসলাম শেয়ার বিজকে বলেন, অর্থবছরের শুরুতে দেশে রাজনৈতিক সংকট থাকলেও আমাদের রাজস্ব আদায়ের তেমন প্রভাব পড়েনি।

 

কাস্টম কমিশনার মহোদয়ের দিকনির্দেশনা অনুসারে কাজ করে ক্ষতি পুষিয়ে নেয়া হয়েছে। ফলে ওভারঅল রাজস্ব আদায়ে তেমন প্রভাব পড়েনি। গড়ে প্রতি মাসে ছয় হাজার কোটি টাকার বেশি রাজস্ব হয়েছে। গত অর্থবছরের তুলনায়ও আমরা ভালো প্রবৃদ্ধি অর্জন করেছি। রাজনৈতিক সংকট তৈরি না হয় হয়তো আরও বেশি রাজস্ব আদায় হতো।

চট্টগ্রাম কাস্টমস চার মাসে সাড়ে ২৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়