ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১:৪৮:০৯ পিএম

চাল আমদানি ও সরকারি উদ্যোগে বাজার স্থিতিশীল: কমছে চালের দাম

১৮ জানুয়ারি, ২০২৫ | ১০:০ এএম

চাল আমদানি ও সরকারি উদ্যোগে বাজার স্থিতিশীল: কমছে চালের দাম

ছবি: সংগ্রহীত

পাকিস্তান, ভারত ও মিয়ানমার থেকে চাল আমদানির ফলে বাংলাদেশের বাজারে চালের দাম কমতে শুরু করেছে। চলতি অর্থবছরে অন্তর্বর্তী সরকার ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে ভারত থেকে ১৪ হাজার ৬৫৮ মেট্রিক টন চাল বিভিন্ন স্থলবন্দর দিয়ে দেশে এসেছে। এই চাল বাজারে আসার পর খুচরা বাজারে প্রতি কেজি চালের দাম ৩ থেকে ৫ টাকা কমেছে।

 


দিনাজপুরের হিলি, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এবং সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানিকৃত চাল বাজারে আসতে শুরু করেছে। বগুড়ার স্থানীয় বাজারে উনপঞ্চাশ চাল এখন ৫৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ৬০ টাকা। অন্যান্য জাতের চালের দামেও হ্রাস লক্ষ্য করা যাচ্ছে।

 

 

চালের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি চালু করেছে। বগুড়ার ১২টি উপজেলায় ২৪ জন ডিলারের মাধ্যমে প্রতি ভোক্তাকে নির্ধারিত মূল্যে ৫ কেজি চাল দেওয়া হচ্ছে। প্রতিটি উপজেলায় ডিলারদের মাধ্যমে প্রতি সপ্তাহে ২ টন করে চাল বিক্রি করা হচ্ছে। এই উদ্যোগ চালের বাজারে অস্থিরতা কমাতে সহায়ক হয়েছে।

 


২০২৪-২০২৫ অর্থবছরে আন্তর্জাতিক বাজার থেকে ৬ লাখ টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এর মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধ এবং চালের দাম স্থিতিশীল রাখার পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে একটি অর্থনৈতিক উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।

 


বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, আমন মৌসুমে জেলার চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৫ লাখ ৯৮ হাজার ৩১৬ মেট্রিক টন। উৎপাদন হয়েছে ৬ লাখ ৬০ হাজার ৫৬৪ মেট্রিক টন, যা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত উৎপাদন এবং আমদানির সমন্বয়ে বাজারে সরবরাহ বৃদ্ধি পেয়েছে।

 


খাদ্য বিভাগ নিশ্চিত করেছে, চালের বাজারে কৃত্রিম সংকট বা মজুদ রোধে প্রশাসনের কঠোর নজরদারি থাকবে। কোনো ব্যবসায়ী অবৈধভাবে চাল মজুদ করলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

 


সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি ও আমদানির সমন্বয়ে চালের বাজার স্থিতিশীল রাখার উদ্যোগ প্রশংসনীয়। ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে চাল আসা অব্যাহত থাকলে বাজারে দাম আরও কমবে বলে আশা করা হচ্ছে।

 
চাল আমদানি ও সরকারি উদ্যোগে বাজার স্থিতিশীল: কমছে চালের দাম