ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৫:৫৮:০৯ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২৪ | ২:৪০ পিএম

অনলাইন সংস্করণ

জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝিতে দূর হবে আমিরাতের ভিসা সমস্যা

২৪ ডিসেম্বর, ২০২৪ | ২:৪০ পিএম

জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝিতে দূর হবে আমিরাতের ভিসা সমস্যা

ছবি: সংগ্রহ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভিসা জটিলতার বিষয়টি কোনো রাজনৈতিক ইস্যু নয় এবং এটি শিগগিরই সমাধান হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি। তিনি বলেন, আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা দূর হবে।

 

গতকাল সোমবার রাতে দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় তিনি ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের ধৈর্য ধরার আহ্বান জানান।

 

রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশসহ অসংখ্য দেশের জন্য বর্তমানে ভিসা বন্ধ রয়েছে। কয়েক বছর আগে আমিরাতে বাংলাদেশিদের সংখ্যা ছিল মাত্র সাত-আট লাখ। এখন তা বেড়ে ১২ লাখ ছাড়িয়েছে, যা অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ। ভিসা সংক্রান্ত সমস্যা সমাধানে কাজ চলছে এবং এটি দ্রুত শেষ হবে।”

 

তিনি আরও বলেন, “বাংলাদেশ আমার প্রাণের দেশ। আমার চাকরির মেয়াদ শেষ হলেও বাংলাদেশকে আমি সেকেন্ড হোম হিসেবে বেছে নেব।”

 


সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী বলেন, “জুলাই বিপ্লবে কিছু প্রবাসী তাদের পরিবারের সদস্যদের মৃত্যু ও গণহত্যা সহ্য করতে না পেরে বিক্ষোভ করেছেন। তাদের আত্মত্যাগের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। তবে প্রবাসীদের মনে রাখতে হবে, যে দেশে আমরা থাকি সে দেশের আইন মেনে চলা আমাদের কর্তব্য।”

 

তিনি আরও বলেন, “যারা কর্মসংস্থান হারিয়ে সংকটে রয়েছেন, তাদের সমস্যার সমাধানে সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে বলে আশা করি।”

 


মুশফিকুল ফজল আনসারী আরও বলেন, “ড. ইউনূস এমন একজন ব্যক্তিত্ব, যিনি সারা পৃথিবীতে সম্মানিত। তার অনুরোধ কোনো রাষ্ট্রপ্রধানই উপেক্ষা করতে পারেন না। আমিরাতের রাষ্ট্রপ্রধানও তার অনুরোধ মেনে নিয়েছেন। বাংলাদেশের মানুষ এ জন্য আমিরাতের প্রতি কৃতজ্ঞ।”

 

তিনি বলেন, “আমিরাত ও বাংলাদেশের সম্পর্ক দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ। ভিসা জটিলতা অচিরেই কেটে যাবে এবং এ দুই দেশের মধ্যকার বন্ধুত্বে কখনো চিড় ধরবে না।”

 


অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সংযুক্ত আরব আমিরাতের ভিসা সমস্যার সমাধানের মাধ্যমে বাংলাদেশি প্রবাসীরা নতুন করে কর্মসংস্থানের সুযোগ পাবেন। একইসঙ্গে, প্রবাসীদের স্বার্থ রক্ষায় উভয় দেশের সরকারের মধ্যে আরও কার্যকর সমন্বয় স্থাপনের আহ্বান জানানো হয়।

জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝিতে দূর হবে আমিরাতের ভিসা সমস্যা