ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ
টানা চার মাস রপ্তানি আয় চার বিলিয়ন ডলারের বেশি
৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৪১ এএম
![টানা চার মাস রপ্তানি আয় চার বিলিয়ন ডলারের বেশি](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/04/20250204101611_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশের পণ্য রপ্তানি গত কয়েক মাস ধরে ইতিবাচক ধারায় রয়েছে। জানুয়ারি মাসে ৪৪৪ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি টানা চার মাস ধরে ৪০০ কোটি ডলারের বেশি রপ্তানি হওয়া এবং সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
আরও পড়ুন
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) গতকাল প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাস (জুলাই-জানুয়ারি) সময়কালে বাংলাদেশ থেকে মোট ২,৮৯৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৬৮ শতাংশ বেশি।
ইপিবির তথ্যে দেখা যায়, জানুয়ারি মাসে তৈরি পোশাক, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াবিহীন জুতা, হিমায়িত খাদ্য এবং প্রকৌশল পণ্যের রপ্তানি বেড়েছে। তবে, চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল এবং প্লাস্টিক পণ্যের রপ্তানি কিছুটা কমেছে। তবে, বাংলাদেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি তৈরি পোশাক খাত থেকে আসায় এই খাতের প্রবৃদ্ধি সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। জানুয়ারিতে তৈরি পোশাকের রপ্তানি ৫ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে।
গত জুলাই-আগস্টে কিছু রাজনৈতিক কারণে পণ্য রপ্তানি প্রবৃদ্ধি কমলেও সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এটি পুনরায় বাড়তে থাকে। সেপ্টেম্বর মাসে ১৬ শতাংশ, অক্টোবর ও নভেম্বর মাসে যথাক্রমে ১৮ দশমিক ৬৮ শতাংশ এবং ১৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। ডিসেম্বরে ৪১১ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা ১৮ শতাংশ প্রবৃদ্ধি সূচিত করেছে।
চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ২,৩৫৫ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেশি। জানুয়ারি মাসে তৈরি পোশাকের রপ্তানি ৩৬৬ কোটি ডলার ছাড়িয়েছে, এতে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৫৭ শতাংশ।
এছাড়া, কৃষি প্রক্রিয়াজাত পণ্য চামড়া ও চামড়াজাত পণ্যের জায়গা নিয়ে দ্বিতীয় শীর্ষে উঠে এসেছে। জানুয়ারি মাসে ৭ কোটি ৮৩ লাখ ডলারের কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি হয়েছে, যা ২১ দশমিক ৩৫ শতাংশ প্রবৃদ্ধি দেখিয়েছে। চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি জানুয়ারিতে ৯ কোটি ডলার হয়েছে, যা গত বছরের একই মাসের তুলনায় প্রায় ৫ শতাংশ কমেছে।
এভাবে, বাংলাদেশে পণ্য রপ্তানি ধারাবাহিকভাবে বাড়ছে, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখা যাচ্ছে।
- ট্যাগ সমূহঃ
- চার মাস
- রপ্তানি
- আয়
- চার বিলিয়ন
- বেশি
![টানা চার মাস রপ্তানি আয় চার বিলিয়ন ডলারের বেশি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)