ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২৪ | ১১:৫৬ এএম
অনলাইন সংস্করণ
ডলার কেনা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা
২৫ ডিসেম্বর, ২০২৪ | ১১:৫৬ এএম
![ডলার কেনা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/25/20241225112018_original_webp.webp)
ছবি: সংগ্রহ
ডলারের বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকগুলোকে প্রবাসী আয় বা রেমিট্যান্স ১২৩ টাকার বেশি দামে না কেনার মৌখিক নির্দেশনা দিয়েছে। এর ফলে, এতদিনের আনুষ্ঠানিক দর ১২০ টাকা থেকে বেড়ে নতুন সীমা নির্ধারিত হয়েছে।
গত দুই বছর ধরে দেশের ডলার বাজারে অস্থিরতা চলছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর সাম্প্রতিক সময়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছিল। কিন্তু পুরোনো আমদানি দায় পরিশোধ এবং বছরের শেষ সময়ে বাড়তি চাহিদার কারণে আবারও অস্থিরতা শুরু হয়।
ডিসেম্বরের আমদানি দায় কয়েকটি ব্যাংক পূর্ব নির্ধারিত আমদানি দায় পরিশোধের জন্য বেশি দামে ডলার কিনতে বাধ্য হয়। বাজারের প্রতিযোগিতা সরকারি এবং বেসরকারি কিছু ব্যাংক ডলারের দামে প্রতিযোগিতায় জড়িয়ে পড়ে, যা ডলারের দাম বাড়িয়ে তোলে।
বাংলাদেশ ব্যাংক পরিস্থিতি সামাল দিতে ১৩টি ব্যাংকের কাছ থেকে বেশি দামে ডলার কেনার কারণ ব্যাখ্যা চেয়েছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত দুটি ব্যাংক এবং ১১টি বেসরকারি ব্যাংক অন্তর্ভুক্ত ছিল। ব্যাংকগুলোকে এখন সর্বোচ্চ ১২৩ টাকায় রেমিট্যান্স কেনার নির্দেশ দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি বেসরকারি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জানান, “ডিসেম্বর মাসে আমদানি দায় মেটানোর জন্য ডলারের চাহিদা বেশি। এ কারণেই বাড়তি দামে রেমিট্যান্স কিনতে হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আমরা এখন ১২৩ টাকার মধ্যে রেমিট্যান্স কিনছি।”
ডলারের চাহিদা আমদানি দায় পরিশোধের জন্য ডিসেম্বর মাসে ডলারের চাহিদা স্বাভাবিকের তুলনায় বেশি। ডলারের দরপতন গত দুই দিনের বাজার পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় ডলারের দাম কিছুটা কমে এসেছে।চ্যালেঞ্জ বাংলাদেশ ব্যাংকের সীমা নির্ধারণের ফলে ডলার কেনা-বেচায় ব্যাংকগুলোর মধ্যে সমন্বয় বজায় রাখার প্রয়োজনীয়তা বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনায় রেমিট্যান্সের আনুষ্ঠানিক বাজারের স্থিতিশীলতা বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে, ডিসেম্বর মাসের আমদানি দায় ও আন্তর্জাতিক লেনদেনের চাহিদা আরও কিছুদিন ডলার বাজারে চাপ তৈরি করতে পারে।
![ডলার কেনা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)