ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ২:৪৫:১১ এএম

ডিজিটাল রাজস্ব আদায় বনাম সিস্টেম ডেভেলপমেন্ট: মোঃ আলীমুজ্জামান

২০ মে, ২০২৪ | ২:২৫ পিএম

ডিজিটাল রাজস্ব আদায় বনাম সিস্টেম ডেভেলপমেন্ট: মোঃ আলীমুজ্জামান

গতকালের এক আলোচনায় দেখলাম কর ব্যবস্থাপনা ডিজিটাল হলে ২০৩০ সাল নাগাদ ৬ লাখ কোটি টাকা কর আদায় করা সম্ভবপর হবে। বিগত অর্থ বছরে কর আদায় ৩ লাখ কোটি টাকা ছুঁয়েছে মাত্র। কর আদায় বৃদ্ধির হার, ডলারের সাথে টাকার অবমূল্যায়নের চেয়ে কম। অর্থাৎ যেটুকু কর আদায় বেড়েছে সেটা মূলত টাকার মান কমে যাওয়ায়। নতুন কোন করদাতা বারে নাই বা কর আদায়ের পরিধি বাড়ানো সম্ভবপর হয় নাই। তাহলে শুধু ডিজিটাল করে ছয় বছরে কর আদায় দ্বিগুণ করা যাবে?

 


আসলে ডিজিটাল করার আগে ভাবতে হবে সিস্টেম নিয়ে, কোন সেক্টরের ব্যবসায়ী বা করদাতা কিভাবে কর দিবে। পৃথিবীর উন্নত দেশ সমূহে প্রতিটা সেক্টরের কর প্রদানের আলাদা গাইড লাইন আছে। ব্রিটিশ কর আদায়ের আইন মাত্র ত্রিশ পাতার মতো। আমাদের মতো কয়েক হাজার পাতার বই তাদের নাই কিন্তু রাজস্ব আদায় নিয়ে কী এত আলোচনা করে ওরা সময় নষ্ট করে? এর মধ্যে ভ্যাট নিয়ে বলা আছে মাত্র দশ পাতা।

 


আসল বিষয় হল আপনি কীসের উপর ডিজিটাল কর ব্যবস্থাপনা করবেন? সেটা নিয়ে কেউ কথা বলছেন না। কর ফাঁকির প্রবণতা তৈরি হয় হয়রানি ও জটিল আদায় পদ্ধতির কারণে। সেই জায়গাটা আগে ঠিক করতে হবে, সেটা না হলে পূর্বের নায় সকল ডিজিটাল সিস্টেম ও বিভিন্ন প্রকার মেশিন ক্রয়ের মতো হাজার কোটি টাকা ডাস্টবিনে ফেলার মতো হবে।

 


সকল ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হয় একটা ভিত্তি বা গাইড লাইন উপর ভিত্তি করে, শত তলা বিল্ডিং করতে যে ফাউন্ডেশন দরকার হয় দশ তলার জন্য সেটা প্রয়োজন নাই। তেমনি তিন লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের জন্য যে প্রটোকল দরকার, ছয় লাখ কোটি টাকার রাজস্ব আদায় সেই ভিত্তির উপর হবে না।

 


আমরা ঠিক ঐ কথাটা বলতে চাই, ভ্যাট আদায় বৃদ্ধি করতে দরকার সেটার ব্যাপ্তি বা পরিধি বাড়ানোর। সেটা করার জন্য যেতে হবে জেলা পর্যায়ের বাবসায়ীদের কাছে। তাদের সেক্টর ধরে লাভজনক ভ্যাট প্রদানের সিস্টেম করে দিতে হবে।

 

এরপর সেটা জাতীয় পর্যায়ে এসে ডিজিটাল করতে হবে। কাজটা কঠিন ও চালেঞ্জিং, তবে করা যাবে না এমনটা নয়। আরও অনেক ওয়ে আউট অনেকের কাছে থাকতে পরে কিন্তু আমাদের মতে এটা বেটার ওয়ে আউট। যা আমরা প্রায় ত্রিশ টা দেশের কর ব্যবস্থাপনা বিশ্লেষণ করে মনে হয়েছে। ভালো থাকবেন।

ডিজিটাল রাজস্ব আদায় বনাম সিস্টেম ডেভেলপমেন্ট: মোঃ আলীমুজ্জামান