ঢাকা মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ - ৯:১৮:১২ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

১৩ মার্চ, ২০২৫ | ১:৩৩ পিএম

অনলাইন সংস্করণ

তিন বেসরকারি ব্যাংকের বোর্ড ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

১৩ মার্চ, ২০২৫ | ১:৩৩ পিএম

তিন বেসরকারি ব্যাংকের বোর্ড ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগ্রহ

বাংলাদেশ ব্যাংক মেঘনা, এনআরবি ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন বোর্ড গঠন করেছে। প্রতিটি ব্যাংকের জন্য ৭ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

 

 

গতকাল বুধবার (১২ মার্চ) রাতে তিনি এ তথ্য নিশ্চিত করেন। সরকার পরিবর্তনের পর এ নিয়ে মোট ১৪টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করলো বাংলাদেশ ব্যাংক।

 

 


নতুন বোর্ডে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক, অভিজ্ঞ ব্যাংকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হিসাববিদ ও আইনজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিটি ব্যাংকে দুজন করে শেয়ারহোল্ডার পরিচালকও রাখা হয়েছে।

 

 


উদ্যোক্তা শেয়ারহোল্ডার উজমা চৌধুরী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। প্রতিনিধি পরিচালক তানভীর আহমেদ (ক্যাসিওপিয়া ফ্যাশন লিমিটেডের পক্ষে)।

 


স্বতন্ত্র পরিচালক হিসেবে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. মামুনুল হক ও মো. রজব আলী। যমুনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম (৭৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত)। প্রাইম ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মো. আলী আক্তার রিজভী। বৃহস্পতিবার (১৪ মার্চ) নতুন চেয়ারম্যান নির্বাচিত করবে ব্যাংকটি।

 

 


শেয়ারহোল্ডার ইকবাল আহমেদ পরিচালক হয়েছেন। স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন গ্রামীণ ব্যাংকের সাবেক পরিচালক ফেরদৌস আরা বেগম। বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শেখ মো. সেলিম। মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী। প্রাইম ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক শেখ মতিউর রহমান। নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরীফ নুরুল আহকাম (৭৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত)। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মিজানুর রহমান। এনআরবি ব্যাংকও বৃহস্পতিবার নতুন চেয়ারম্যান নির্বাচন করবে।

 

 


চেয়ারম্যান কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন প্রধানিয়া। বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আবুল বশর ও মোহাম্মদ আনোয়ার হোসেন। সোনালী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হক। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. শফিকুর রহমান।

 


আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. সৈয়দ আবুল কালাম আজাদ (৭৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত)।
চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ এমদাদুল্লাহ। ব্যাংকিং খাত সংস্কারে বড় পদক্ষেপ। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই বাংলাদেশ ব্যাংক একের পর এক সাহসী পদক্ষেপ নিচ্ছে। এর আগে বিতর্কিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ১১টি ব্যাংকের বোর্ড ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়।

 

 

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, ব্যাংকিং খাতকে সংস্কার করে জনগণের আস্থা ফেরাতে সরকার নিরলস কাজ করছে। ইসলামী ব্যাংক, এসআইবিএল, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে বড় পরিবর্তন ইতোমধ্যে আনা হয়েছে।

 

 

এনআরবি, মেঘনা ও এনআরবিসি ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের অধীনে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে।

তিন বেসরকারি ব্যাংকের বোর্ড ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক