ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৫ জানুয়ারি, ২০২৫ | ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
তিন হাজার কোটি টাকার সুকুক বন্ড ছাড়বে সরকার
২৫ জানুয়ারি, ২০২৫ | ১২:৪৫ পিএম
![তিন হাজার কোটি টাকার সুকুক বন্ড ছাড়বে সরকার](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/25/20250125124414_original_webp.webp)
ছবি: সংগ্রহ
গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে সেতু নির্মাণের জন্য সরকার সুকুক বন্ড ইস্যু করতে যাচ্ছে। আগামী মার্চে বাংলাদেশ সরকার ৩ হাজার কোটি টাকা সংগ্রহের জন্য এই সুকুক বন্ড ছাড়বে। বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প (২য় পর্যায়)" (CIBRR-2) শীর্ষক প্রকল্পের বিপরীতে ৫ম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক ইস্যু করা হবে। এর মাধ্যমে গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, কৃষি ও অকৃষি পণ্য পরিবহন ব্যবস্থা সহজতর হবে এবং এর ফলে ব্যয় কমবে। এছাড়া প্রকল্পটি স্বল্প ও দীর্ঘ মেয়াদে কর্মসংস্থান সৃষ্টি করতে সহায়ক হবে।
এই সুকুক প্রকল্পটি সামাজিক উন্নয়নমূলক প্রকল্প হিসেবে ইস্যু করা হবে, যা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করবে। সরকার শরিয়াভিত্তিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানির জন্য ১০ শতাংশ এবং ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ সুকুক বরাদ্দ করার পরিকল্পনা নিয়েছে।
সকল কনভেনশনাল ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানি শর্তসাপেক্ষে এই সুকুক বন্ডের নিলামে অংশগ্রহণ করতে পারবে। তবে, তিনটি শ্রেণির মধ্যে প্রয়োজনীয় সাবস্ক্রিপশন না পাওয়া গেলে অবশিষ্ট সুকুক আনুপাতিক হারে বরাদ্দ দেয়া হবে।
এছাড়া, নিবাসী ব্যক্তি বিনিয়োগকারীরা তাদের নিজস্ব ব্যাংক হিসাবের মাধ্যমে এবং অনিবাসী ব্যক্তিরা বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাদের বিদেশি ব্যাংক হিসাবের মাধ্যমে সুকুক বন্ডে বিনিয়োগ করতে পারবেন। মুনাফা, বিক্রয়লব্ধ অর্থ ও মেয়াদপূর্তিতে প্রাপ্ত আসল বৈদেশিক মুদ্রা বিদেশে প্রত্যাবাসনযোগ্য হবে।
২০২৫ সালের মার্চে এই প্রকল্পের বিপরীতে ৩ হাজার কোটি টাকার সুকুক বন্ড ইস্যু করার পরিকল্পনা রয়েছে, যা সরকারের গ্রামীণ সড়ক যোগাযোগের উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- ট্যাগ সমূহঃ
- তিন
- সুকুক বন্ড
- বন্ড
- ছাড়বে সরকার
![তিন হাজার কোটি টাকার সুকুক বন্ড ছাড়বে সরকার](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)