ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১ জানুয়ারি, ২০২৫ | ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ
নতুন বছরে ২ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার
১ জানুয়ারি, ২০২৫ | ১২:২৩ পিএম

ছবি: সংগ্রহ
নতুন বছরের শুরুতে ভোক্তাদের জন্য বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। বিশেষত, পবিত্র রমজান মাসের আগাম প্রস্তুতির জন্য সরকার ইতোমধ্যেই ভোজ্য তেলের সরবরাহ বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে, যাতে বাড়তি চাহিদা পূরণ করা যায় এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটভিত্তিক অপতত্পরতা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে কয়েকটি পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে ভোজ্য তেলসহ বিভিন্ন পণ্যের নির্দিষ্ট পরিমাণ কেনার অনুমতি প্রদান। এই উদ্যোগের অংশ হিসেবে স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এক কোটি ৯০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রক্রিয়া শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এই তেল কেনার জন্য প্রাথমিকভাবে ১৮৯ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানায়, ২০২৪-২৫ অর্থবছরে তাদের বার্ষিক ক্রয় পরিকল্পনায় ২৮ কোটি লিটার ভোজ্য তেল কেনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ক্রয় চুক্তি হয়েছে ৭ কোটি এক লাখ ৯০ হাজার লিটার, এবং ৫৫ লাখ লিটার ইস্যুকৃত এনওএ রয়েছে।
টিসিবি প্রতি মাসে কম আয়ের পরিবারগুলোর মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করে থাকে। বর্তমানে সিটি করপোরেশন, পৌরসভাসহ এক কোটি ফ্যামিলি কার্ডধারী পরিবার এই সুবিধা উপভোগ করছে। এই কার্ডধারীদের চাহিদা মেটাতে টিসিবি বর্তমানে দুই কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে।
টিসিবি গত ২৫ নভেম্বর উন্মুক্ত দরপত্র আহ্বান করে এবং এর পর ৯ ডিসেম্বর সুপার অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব পেয়েছে। তেলটির দাম প্রতি লিটার ১৭১.৯৫ টাকা প্রস্তাব করা হয়েছে, যা সরকারি দামে সামান্য কম। তবে অবশিষ্ট পরিমাণ তেল সরবরাহে প্রতিষ্ঠানটি অপারগতা প্রকাশ করলে দরপত্র মূল্যায়ন কমিটি এক কোটি ১০ লাখ লিটার তেল কিনতে সম্মতি জানিয়েছে।
এ পদক্ষেপের মাধ্যমে সরকার পবিত্র রমজানে বাড়তি চাহিদা মেটাতে এবং ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে প্রস্তুতি নিয়েছে। এর মাধ্যমে জনগণের স্বার্থ সংরক্ষণ করতে এবং প্রয়োজনীয় পণ্য সহজলভ্য রাখতে সরকারের ব্যাপক উদ্যোগ চলমান রয়েছে।
