ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ২:৫১:৫১ পিএম

নিবন্ধনের আওতায় আসছে ভ্যাটযোগ্য সব প্রতিষ্ঠান

৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৫৮ এএম

নিবন্ধনের আওতায় আসছে ভ্যাটযোগ্য সব প্রতিষ্ঠান

ছবি: সংগ্রহ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের ভ্যাটযোগ্য প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় আনার জন্য একটি বিশেষ মাস ঘোষণা করেছে। এ উদ্যোগের মাধ্যমে সুপারশপ, শপিংমল, সিটি করপোরেশন, জেলা-উপজেলা শহরের মার্কেট এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে ভ্যাট নিবন্ধন করার জন্য উৎসাহিত করা হবে। এনবিআর গতকাল বৃহস্পতিবার দেশের সব ভ্যাট কমিশনারেটকে একটি চিঠি দিয়ে এ নির্দেশনা প্রদান করেছে।

 

 

এনবিআর সূত্রে জানা গেছে, সারাদেশে বহু ভ্যাটযোগ্য প্রতিষ্ঠান এখনও নিবন্ধনের আওতায় আসেনি, বিশেষ করে হোটেল, সুপারশপ, শপিংমল ইত্যাদি। এসব প্রতিষ্ঠান কৌশলে নিবন্ধন থেকে বাইরে থাকায় সরকারের সঠিক ভ্যাট আয় প্রাপ্তি বাধাগ্রস্ত হচ্ছে। এই অবস্থার পরিবর্তন করতে ভ্যাট কমিশনারদের ফেব্রুয়ারিকে নিবন্ধন মাস হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং মার্চ মাস হবে এনবিআরের ভ্যাট নিবন্ধন মাস।

 

 

এনবিআরের নির্দেশনায় বলা হয়েছে, ১৯৯১ সালে দেশে ভ্যাট ব্যবস্থা চালু হলেও এখনও ভ্যাটের আওতা প্রত্যাশিত পর্যায়ে বিস্তৃত হয়নি। ২০১২ সালের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন অনুযায়ী, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধনযোগ্য, তাদের নিবন্ধন করা বাধ্যতামূলক। এছাড়া ২০১৯ সালে এনবিআর যে আদেশ জারি করেছে, তাতে সিটি করপোরেশন ও জেলা শহরের সব সুপারশপ, শপিংমল এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানকে নিবন্ধন গ্রহণের জন্য বাধ্য করা হয়েছে, যেটি বার্ষিক টার্নওভার নির্বিশেষে প্রযোজ্য।

 

 

এনবিআরের এ উদ্যোগে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তিনটি প্রধান নির্দেশনা দেওয়া হয়েছে, যার মাধ্যমে নিবন্ধনের প্রক্রিয়া সহজ এবং দ্রুত করার লক্ষ্য রয়েছে।

 

 

এখন এটি স্পষ্ট, ভ্যাট নিবন্ধনের মাধ্যমে সরকার আরও সম্পূর্ণ ও সুষ্ঠুভাবে রাজস্ব সংগ্রহে সক্ষম হবে, এবং দেশের বাণিজ্যিক পরিবেশ আরও স্বচ্ছ ও কাঙ্ক্ষিত স্তরে পৌঁছাবে।

নিবন্ধনের আওতায় আসছে ভ্যাটযোগ্য সব প্রতিষ্ঠান