ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ
পরিবহন-বাজারে চাঁদাবাজি বন্ধ হলে মূল্যস্ফীতি কমে আসবে
১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:১৭ পিএম
![পরিবহন-বাজারে চাঁদাবাজি বন্ধ হলে মূল্যস্ফীতি কমে আসবে](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/12/20250212150825_original_webp.webp)
ছবি: সংগ্রহ
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) কনফারেন্স হলে ‘ভোক্তার কাঁধে বাড়তি করের বোঝা: উত্তরণে করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে বিকেএমই সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, দেশের মূল্যস্ফীতি কমাতে পরিবহন এবং বাজারে চলমান চাঁদাবাজি বন্ধ করা জরুরি।
তিনি জানান, এখনও যাত্রাবাড়ী ও অন্যান্য বাজারে চাঁদাবাজি চলছে এবং পরিবহন খাতেও চাঁদাবাজি পুরোপুরি বন্ধ হয়নি। এই চাঁদাবাজি যদি বন্ধ না হয়, তবে মূল্যস্ফীতি কমানো সম্ভব হবে না, কারণ এতে পণ্যের দাম বাড়তি থাকবে। তিনি এক সময়ের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম উল্লেখ করে বলেন, "মিডিয়ায় শোনা যায় যে, তিনি প্রতি রাতে দেড় কোটি টাকা চাঁদা পেতেন, কিন্তু এখন চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? তা অবশ্যই বন্ধ করতে হবে।"
এছাড়া, তিনি অভিযোগ করেন যে, রপ্তানিমুখী শিল্পের পরিবহনগুলো নানা জায়গায় আটকে যাওয়া এবং অতিরিক্ত ভ্যাট ও জরিমানা আরোপের মাধ্যমে ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে। "রপ্তানির জন্য জিরো ভ্যাট থাকলেও নানা অজুহাতে ভ্যাট বসানো হচ্ছে। এমনকি ১১ কোটি টাকার ভ্যাটের নোটিশ দেওয়া হচ্ছে, যা পরবর্তীতে অনেক কমিয়ে নেওয়া হয়।"
গোলটেবিল আলোচনায় আরও উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ খন্দকার গোলাম মোয়াজ্জেম, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ, অর্থনীতিবিদ ড. এম এম আকাশসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা। তারা একসঙ্গে মূল্যস্ফীতি কমাতে সরকারের আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেন।
তাদের মতে, ব্যবসায়ীদের প্রতি সরকারের সহায়ক দৃষ্টিভঙ্গি প্রয়োজন এবং অনৈতিক প্রথা বন্ধ না হলে দেশের অর্থনীতি সঠিক পথে চলবে না।
![পরিবহন-বাজারে চাঁদাবাজি বন্ধ হলে মূল্যস্ফীতি কমে আসবে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)