ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:৫৮:৫২ পিএম

পাসপোর্ট সূচকে বাংলাদেশের মান নামলো আরও তিন ধাপ

১১ জানুয়ারি, ২০২৫ | ৯:২৮ এএম

পাসপোর্ট সূচকে বাংলাদেশের মান নামলো আরও তিন ধাপ

ছবি: সংগ্রহ

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান 'হ্যানলি অ্যান্ড পার্টনার্স' এর করা ২০২১ সালের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের পাসপোর্ট তিন ধাপ অবনমন হয়েছে। ২০২০ সালে যেখানে বাংলাদেশের অবস্থান ছিল ৯৮তম, সেখানে ২০২১ সালে এটি ১০১তম অবস্থানে চলে এসেছে, যা ২০০৬ সালের পর সর্বনিম্ন।

 

 

বাংলাদেশের পাসপোর্টের মাধ্যমে ৪১টি দেশে ভিসা ছাড়া অথবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা সম্ভব। একই অবস্থানে ১০১তম অবস্থানে থাকা ইরানের পাসপোর্টও একই সুবিধা প্রদান করে। তবে, ২০২১ সালের তালিকায় বাংলাদেশের পাসপোর্টের ভিসামুক্ত দেশ সংখ্যা আগের মতোই অপরিবর্তিত রয়েছে।

 

 

এই সূচকটি মূলত নির্ধারণ করা হয় ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাওয়া দেশের সংখ্যা দ্বারা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে শীর্ষে রয়েছে জাপান, যার পাসপোর্টের মাধ্যমে ১৯১টি দেশে ভ্রমণ করা সম্ভব।

 

 

তালিকায় বাংলাদেশের পরবর্তী অবস্থানে রয়েছে মালদ্বীপ (৬২তম), ভারতের অবস্থান ৮৫তম, ভুটান ৯০, শ্রীলঙ্কা ১০০, নেপাল ১০৪, পাকিস্তান ১০৭ এবং আফগানিস্তান রয়েছে ১১০তম অবস্থানে, যা তালিকার সবার নিচে।

 

 

হ্যানলি অ্যান্ড পার্টনার্সের এই প্রতিবেদন বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের শক্তির সূচক প্রকাশ করে, যা বিশ্বব্যাপী ভ্রমণ সুবিধার উপর নির্ভর করে।

পাসপোর্ট সূচকে বাংলাদেশের মান নামলো আরও তিন ধাপ