ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:২৯:৪৯ পিএম

পোশাক খাতে রপ্তানির ১৯ ভাগ যাচ্ছে যুক্তরাষ্ট্রে

১৮ জানুয়ারি, ২০২৫ | ১২:৩১ পিএম

পোশাক খাতে রপ্তানির ১৯ ভাগ যাচ্ছে যুক্তরাষ্ট্রে

ছবি: সংগ্রহ

২০২৪ সালে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে উল্লেখযোগ্য অর্জন হয়েছে। গত বছর বাংলাদেশ মোট ৩৮ দশমিক ৪৮ বিলিয়ন ডলার আয় করেছে পোশাক খাত থেকে, যার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাষ্ট্রে রপ্তানি ছিল প্রধান গন্তব্য।

 

 

বাংলাদেশের মোট পোশাক রপ্তানির ৫০ দশমিক ৩৪ শতাংশ গেছে ইউরোপীয় ইউনিয়নে, যার আর্থিক মূল্য দাঁড়িয়েছে ১৯ দশমিক ৩৭ বিলিয়ন ডলার। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় গন্তব্য ছিল জার্মানি, যেখানে রপ্তানি হয়েছে ৪ দশমিক ৮৩ বিলিয়ন ডলারের পোশাক। স্পেন ও ফ্রান্সের রপ্তানির পরিমাণ যথাক্রমে ৩ দশমিক ৪২ বিলিয়ন ডলার এবং ২ দশমিক ১৪ বিলিয়ন ডলার।

 

 

এছাড়া, যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে বাংলাদেশের মোট পোশাক রপ্তানির ১৮ দশমিক ৭২ শতাংশ, যার অর্থমূল্য ৭ দশমিক ২ বিলিয়ন ডলার। যুক্তরাজ্যেও ৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা মোট রপ্তানির ১১ দশমিক ২৫ শতাংশ।

 

 

অন্যান্য গন্তব্য হিসেবে কানাডায় ১ দশমিক ২৪ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা বাংলাদেশের মোট পোশাক রপ্তানির ৩ দশমিক ২৩ শতাংশ।

 

 

এ তথ্য সম্প্রতি প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), যা বাংলাদেশের পোশাক খাতের বিশ্ববাজারে সফলতা ও সম্প্রসারণের সাক্ষর।

পোশাক খাতে রপ্তানির ১৯ ভাগ যাচ্ছে যুক্তরাষ্ট্রে