ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৪ ডিসেম্বর, ২০২৪ | ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ
পোশাক শিল্পে রপ্তানি বাড়লেও শঙ্কা কাটেনি
১৪ ডিসেম্বর, ২০২৪ | ১১:৫৫ এএম
ছবি: সংগ্রহ
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে রপ্তানি আয় বেড়েছে, তবে শিল্প মালিকরা এখনো বেশ কিছু সমস্যার মুখোমুখি। এই খাতের রপ্তানি গত বছরের তুলনায় বেড়েছে, কিন্তু পোশাক উদ্যোক্তাদের আয় বাড়েনি; বরং খরচ বেড়েছে। এর মধ্যে আবার বিভিন্ন পোশাক কারখানা অক্টোবর মাসের বেতন দিতে পারছে না। সরকার নানামুখী উদ্যোগ নিলেও, বেতনভাতা সংক্রান্ত নানা সমস্যা এখনও কাটছে না।
এ নিয়ে সরকারের নানামুখী উদ্যোগ ও গোয়েন্দা সংস্থার তদন্ত চলছে। শিল্পের অস্থিরতার পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং সদ্য ক্ষমতাচ্যুত রাজনৈতিক দলের নেতাকর্মীদের ইন্ধন রয়েছে বলে জানানো হচ্ছে। এ ছাড়া, গ্যাস-বিদ্যুৎ সংকট, কাঁচামাল আমদানি জটিলতা, উৎপাদন ব্যাহত হওয়া, ব্যাংক হিসাব জব্দের কারণে বেশ কিছু ব্যবসা গুটিয়ে যাওয়ার ফলে অস্থিরতা আরও বৃদ্ধি পেয়েছে।
বিশেষজ্ঞদের মতে, পোশাক খাতের অস্থিরতা কাটিয়ে দ্রুত স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। সরকারের বিভিন্ন পদক্ষেপে পরিস্থিতি খানিকটা উন্নতি হলেও, দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা এখনও নিশ্চিত নয়। যদি শিগগিরই পরিস্থিতি উন্নত না হয়, তবে শ্রমিক অসন্তোষ বৃদ্ধি, উৎপাদন ঘাটতি এবং বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. হাফিজুর রহমান বলেছেন, পোশাক কারখানার খরচ বাড়ানোর কারণে উভয় পক্ষের জন্যই ক্ষতি হতে পারে। শ্রমিকদের বেতন বৃদ্ধির উদ্যোগকে সাধুবাদ জানানো হলেও, বর্তমান পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত প্রত্যাশা ঠিক নয়।
বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি এখনও বাংলাদেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ খাত, যার থেকে দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮২ শতাংশ আসে। তবে, একদিকে যেখানে রপ্তানি আয় বেড়েছে, সেখানে অন্যদিকে আয়ের সংকট, শ্রমিক আন্দোলন, রাজনৈতিক অস্থিরতা এবং কাঁচামাল সংকটে শিল্প খাত সংকটে রয়েছে।
বর্তমানে সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলস্বরূপ, পোশাক শিল্পের রপ্তানি কিছুটা বেড়েছে। তবে ব্যাংকগুলোর তারল্য সংকট ও কাঁচামাল আমদানিতে জটিলতা এখনও ব্যবসার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেছেন, দেশীয় সিস্টেমে কিছু পরিবর্তন আনা জরুরি, এবং এর বাস্তবায়ন হলে বিনিয়োগ বৃদ্ধি পাবে।
এদিকে, পোশাক খাতের উদ্যোক্তারা মনে করছেন, সরকারের পক্ষ থেকে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ বাড়ানো এবং নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। যদি এসব পদক্ষেপ দ্রুত নেওয়া হয়, তবে রপ্তানি আয় আরও বাড়তে পারে।
এছাড়া, বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, কিছুদিনের অস্থিরতার পর রপ্তানি বাড়লেও, মালিকদের আয় বাড়েনি। বর্তমান বিশ্ব অর্থনীতির চাঙ্গাভাবের কারণে রপ্তানির প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে, তবে বাস্তবে তার পরিমাণটা প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি।
মোট কথা, পোশাক খাতে রপ্তানি বেড়েছে, তবে শিল্প খাতের অস্থিরতা এখনও পুরোপুরি কাটেনি। এই খাতের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য সরকারের আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।